সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৯, ২০১৯

আজ ব্রিগেডে ঐক্যবদ্ধ ভারতের খন্ডচিত্র দেখবে দেশ

আজ ব্রিগেডে ঐক্যবদ্ধ ভারতের খন্ডচিত্র দেখবে দেশ

আজ সেই মাহেন্দ্রক্ষণ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে মহাসমাবেশ।

তৃণমূল নেত্রী এবারের ব্রিগেড সমাবেশটির ডাক দেন ২০১৮ সালের ২১শে জুলাই ধর্মতলায় শহীদ মঞ্চ থেকে। এই সমাবেশে দুর্নীতিগ্রস্থ, সাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকারকে হঠাতে নেত্রী সকল অবিজেপি দলকে এক হওয়ার ডাক দিয়েছেন। তৃণমূল নেত্রীর ডাকে আজকের সমাবেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী – দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা এসেছেন।

এক নজরে দেখে নিন করা করা আজ উপস্থিত থাকছেন আজকের সমাবেশে:

এইচ ডি দেবেগৌড়া – প্রাক্তন প্রধানমন্ত্রী
এইচ ডি কুমারাস্বামী – কর্ণাটকের মুখ্যমন্ত্রী, জনতা দল (ধর্মনিরপেক্ষ)
অরবিন্দ কেজরিওয়াল – দিল্লীর মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টি
অখিলেশ যাদব – সমাজবাদী পার্টি
এন চন্দ্রবাবু নাইডু – অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তেলেগু দেশম পার্টি
শরদ পাওয়ার – ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি
তেজস্বী যাদব – রাষ্ট্রীয় জনতা দল
মল্লিকার্জুন খারগে – ভারতের জাতীয় কংগ্রেস
অভিষেক মানু সিংভি – ভারতের জাতীয় কংগ্রেস
সতীশ চন্দ্র মিশ্র – বহুজন সমাজ পার্টি
এম কে স্ট্যালিন – দ্রাবিড় মুন্নেত্রা কড়গম
যশোবন্ত সিনহা – প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
অরুন শৌরী – প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
শত্রুঘ্ন সিনহা – প্রবীণ সাংসদ
ফারুক আবদুল্লা – ন্যাশানাল কনফারেন্স
ওমর আবদুল্লা – ন্যাশানাল কনফারেন্স
গেগং আপাং – অরুনাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী
জিগ্নেশ মেভানী – গুজরাট বিধানসভার বিধায়ক
হার্দিক প্যাটেল – গুজরাটের যুব নেতা
হেমন্ত সোরেন – ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
শরদ যাদব – প্রাক্তন সাংসদ
অজিত সিং – রাষ্ট্রীয় লোক দল
বদরুদ্দীন আজমল – এআইইউডিএফ
পু লালডুয়ামা – জোরাম ন্যাশানালিস্ট পার্টি