সাম্প্রতিক খবর

জানুয়ারী ২, ২০১৯

কর্মসংস্থানের পাশাপাশি পাল্লা দিয়ে মসলিন শিল্পে বাড়ছে আয়

কর্মসংস্থানের পাশাপাশি পাল্লা দিয়ে মসলিন শিল্পে বাড়ছে আয়

রাজ্য সরকারের প্রকল্প মসলিন-এর মাধ্যমে ৯টি জেলায় মোট ২১টি সাধারণ উৎপাদন কেন্দ্র তৈরী করা হয়েছে৷ এগুলি তৈরীর ফলে মসলিন কারিগরদের সংখ্যা ও আয় দুইই ব্যাপকভাবে বেড়েছে৷

বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, হাওড়া, মালদহ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও কালিম্পং জেলায় মোট ৬৩টি ক্লাস্টার হয়েছে৷ এর অধীনে মোট ৩৯ হাজার ৫৮৩ জন শিল্পী সাফল্যের সঙ্গে কাজ করছেন ৷

রাজ্যের পুনরুজ্জীবিত প্যাকেজের মাধ্যমে মসলিন খাদিকে পুনরুজ্জীবিত করা সম্ভব হচ্ছে ৷ বিপণন বাড়ানোর জন্য সাউথ সিটি, কোয়েস্ট ও স্টার মলে তিনটি বিপণন কেন্দ্র খোলা হয়েছে ৷ ঢাকুরিয়ার দক্ষিণাপনে মসলিন পণ্য বিক্রীর জন্য উদ্বোধন করা হয়েছে ক্লাব মসলিন’-এরও ৷ এভাবেই বিক্রি ও গুরুত্ব বাড়ছে৷

উল্লেখ্য, খাদিমেলার জনপ্রিয়তাও বেড়েছে৷ আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে৷ ছুটির দিনগুলিতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান৷