জানুয়ারী ১৫, ২০১৯
কলকাতায় পানীয় জল সরবরাহের জন্য তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প

কলকাতার বিভিন্ন প্রান্তে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে তিনটি গুরুত্বপূর্ণ জল সরবরাহ প্রকল্পের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।
প্রথম প্রকল্পটি হচ্ছে পলতায়। এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই প্রকল্পের জলধারণ ক্ষমতা ২ কোটি গ্যালন। এপ্রিল মাস থেকে জল সরবরাহ শুরু হবে। উপকৃত হবেন বেলেঘাটা, মানিকতলা, কাঁকুড়গাছি, নারকেলডাঙা, ট্যাংরা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ।
দ্বিতীয় প্রকল্পটির কাজ শুরু হবে ডিসেম্বর মাস থেকে। এই প্রকল্পটি হচ্ছে গার্ডেনরিচে। এই প্রকল্প থেকে জল সরবরাহ করা হবে গার্ডেনরিচ, বেহালা, কালীঘাট, চেতলা, টালিগঞ্জ, যাদবপুর এবং আরও কয়েকটি জায়গায়।
তৃতীয় প্রকল্পটি হল ধাপার জয় হিন্দ জল পরিশোধন প্রকল্পের ক্ষমতায়ন বৃদ্ধি করা। এই প্রকল্পের কাজ শুরু হবে জুন মাসে এবং আগামী বছরে শেষ হবে। এই প্রকল্প সম্পন্ন হলে মুকুন্দপুর, আনন্দপুর, কালিকাপুর, পাটুলি, কসবা এবং অন্যান্য কিছু অঞ্চলের মানুষ উপকৃত হবে।