সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১০, ২০১৯

রাজ্যপালের অপসারণ দাবি করল তৃণমূল

রাজ্যপালের অপসারণ দাবি করল তৃণমূল

রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনকড়ের অপসারণের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল বিলে সই না করায় বিধানসভার কাজ ব্যাহত হচ্ছে। বিধানসভায় কোনও বিজনেস হচ্ছে না। এই অভিযোগে আজ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রাজ্যপালকে অপসারণের দাবি জানাল দল।

বিল আটকে রেখেছেন রাজ্যপাল। বিলে সই করছেন না তিনি। আর এরফলে আটকে যাচ্ছে বিধানসভার কাজ। বিধানসভায় কোনও বিজনেস হচ্ছে না। এই পরিস্থিতে গত সপ্তাহে দুদিন বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।

এদিকে রাজ্যপাল সই না করায় এখন আটকে রয়েছে এসসি-এসটি বিল। এই পরিস্থিতিতে আজ প্রথমে বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। পরে বিক্ষোভ ও প্রতিবাদের আঁচ গিয়ে পৌঁছয় দিল্লিতেও। এসসি-এসটি বিল আটকে রাখা বিষয়টি রাজ্যসভাতেও তোলে তৃণমূল। আলোচনার অনুমতি চায়। কিন্তু মানতে চাননি অধ্যক্ষ। এরপরই রাজ্যসভাতেও প্রতিবাদ দেখায় তৃণমূল। রাজ্যসভা থেকে ওয়াক আউট করে দল।