সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১২, ২০১৯

গত আট বছরে পরিবহণে রাজ্যের আয়বৃদ্ধি তিন গুণ

গত আট বছরে পরিবহণে রাজ্যের আয়বৃদ্ধি তিন গুণ

রাজ্যের পরিবহণ দপ্তরের আয় বাড়ছে। ২০১১ সালে পরিবহণ দপ্তর মাত্র ৯০০ কোটি টাকা আয় করেছিল। চলতি আর্থিক বছরে তা এখনই ২৫০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, বছর শেষে তা তিন হাজার কোটি ছুঁয়ে ফেলবে।

পরিবহণ নিগমগুলির টিকিট বিক্রি বেড়েছে। পরিবহণ নিয়ে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির এক রিপোর্টের উপর আলোচনায় অংশ নিয়ে পরিবহণ মন্ত্রী এই তথ্য পেশ করেন।

মন্ত্রী বলেন, ‘প্রত্যন্ত এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বাড়ছে। জেলাগুলির প্রত্যন্ত এলাকায় সরকারি বাস পরিষেবা বাড়ানো সম্ভব হয়েছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যের সরকারি পরিবহণ নিগমগুলি ঘুরে দাঁড়াতে শুরু করে।