ডিসেম্বর ৩, ২০১৯
ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ডাকা হল টেন্ডার

পূর্ত দপ্তর ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ই-টেন্ডার ডাকলো। প্রথম পর্যায়ে এই প্রকল্পের খরচ পড়বে ২০ কোটি টাকা। এই প্রকল্প শেষ করতে হবে দু বছরের মধ্যে। এই পর্যায়ে তিনতলা গ্রন্থাগার, তিনতলা ছাত্রদের অ্যাক্টিভিটি কেন্দ্র, ১০০ শয্যার তিনতলা ছাত্রাবাস, ১০০ শয্যার তিনতলা ছাত্রীবাস, তিনতলা অতিথিশালা ও দুতলা বিদ্যুৎ পরিষেবা কেন্দ্র ও কেয়ারটেকারের কোয়ার্টার করা হবে।
২০১৬ সালে ঘোষণার পর গতবছর ঝাড়গ্রাম-লোধাসুলি সড়কে ২৭.০২ একর জমিতে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করেন। প্রথম পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ে থাকবে পাঁচটি বিষয়। সেগুলি হল, কলা, সমাজ বিজ্ঞান, তথ্য বিজ্ঞান ও মিডিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৃত্তিমূলক কোর্স। এই বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগে অলচিকি হরফে পড়া সুযোগও থাকছে।
এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ হলে পশ্চিমাঞ্চলে মোট তিনটি বিশ্ববিদ্যালয় হবে। বাকি দুটি বিশ্ববিদ্যালয় হল পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং পুরুলিয়াতে সিধু কানহু বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে স্থানীয় পড়ুয়ারা উপকৃত হবে। তাদের উচ্চশিক্ষার জন্য ভিন জেলায় বা ভিন রাজ্যে যেতে হবে না।
প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার ঝাড়গ্রাম ছুটে গেছেন। সেখানে প্রায় সমস্ত ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে মুখ্যমন্ত্রীর ব্যাক্তিগত উদ্যোগে। ঝাড়গ্রাম আলাদা জেলা গঠনও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে।