সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৪, ২০১৯

বাংলা সঙ্গীত মেলা ২০১৯ উদ্বোধনে চাঁদের হাট

বাংলা সঙ্গীত মেলা ২০১৯ উদ্বোধনে চাঁদের হাট

প্রতিবছরের মত এবছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হল বাংলা সঙ্গীত। বাংলা সঙ্গীত মেলায় এ বার বিশেষ প্রদর্শনী থাকছে কিংবদন্তী শিল্পী মান্না দে’কে নিয়ে। এ বছরই তাঁর জন্মের শতবর্ষ।

এই প্রদর্শনীটি হবে মূলত ভিস্যুয়াল। নানারকম ছবি, মান্না দের জীবনের কথা, তাঁর গানের কথা, তাঁর সম্বন্ধে লেখা নানা বইয়ের অংশ বিশেষ থাকবে এখানে। নিঃসন্দেহে এই প্রদর্শনী বাংলা সঙ্গীত মেলার অন্যতম আকর্ষণ।

কলকাতার শীতে অন্যতম আকর্ষণ গান মেলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরও প্রাণ পেয়েছে এ মেলা। ১২ই ডিসেম্বর পর্যন্ত ‘বাংলা সঙ্গীতমেলা’র পাশাপাশি ৫ থেকে ৮ ডিসেম্বর ‘বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসব’ হবে এ বার। চারুকলা ভবন সংলগ্ন মুক্তমঞ্চে উপস্থিত থাকবেন বাংলার বহু লোকশিল্পী।

শহর জুড়ে চলবে সঙ্গীত মেলা। সেখানে বাংলার সব শিল্পীদের সঙ্গে থাকছেন মুম্বইয়ের শিল্পীরাও। এবছর সঙ্গীত মেলা অনুষ্ঠিত হবে রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, ফণিভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ, মোহর কুঞ্জ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ, দেশপ্রিয় পার্ক এবং রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্ত মঞ্চে।

উদ্বোধনী বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “গানের আশা, গানের প্রাণ, গানের ছন্দ, গানের তান। বাংলার গান সারা পৃথিবীকে জয় করেছে। ৫ হাজার শিল্পী এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। পুরনো ও নতুন সকল সঙ্গীত শিল্পীদের পুরস্কৃত করে আমরা গর্বিত। অনেক সভ্যতা, মানবিকতা, মনুষ্যত্ব – সব কিছু নিয়েই একতার সঙ্ঘতি। সমস্ত সঙ্গীত ও বাদ্য যন্ত্র নিয়ে একটা মহাসঙ্ঘতি তৈরি হয়।”
একনজরে দেখে নেওয়া যাক এবারের পুরষ্কার প্রাপকদের তালিকাঃ-

সঙ্গীত সম্মান পুরস্কারঃ
১) ওস্তাদ আশিষ খান – শরদবাদক
২) ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায় – রবীন্দ্র সঙ্গীতশিল্পী
৩) শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায়- প্রখ্যাত সঙ্গীতশিল্পী
৪) শ্রীমতি বিভা সেনগুপ্ত- প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী
৫) সোমলতা আচার্য চৌধুরী – আধুনিক সঙ্গীতশিল্পী
৬) রঞ্জন প্রসাদ – বাংলা গানের ব্যান্ডের শিল্পী
৭) মিতা চট্টোপাধ্যায়- সঙ্গীতশিল্পী
৮) মধুরিমা দত্ত চৌধুরী – আধুনিক সঙ্গীতশিল্পী
৯) চন্দন রায় চৌধুরী – চলচ্চিত্রের সঙ্গীতশিল্পী
১০) মনোজ মুরলী আয়ার- আধুনিক সঙ্গীতশিল্পী
১১) নাজমুল হক – লোকসঙ্গীত শিল্পী ও রচয়িতা
১২) সিদ্ধার্থ চ্যাটার্জী- বিখ্যাত অর্কোপ্যাড বাদক
১৩) সন্তোষ কুমার বর্মন- ভাওয়াইয়া সঙ্গীতশিল্পী ও রচয়িতা
১৪) রিনা দাস – বাউল সঙ্গীতশিল্পী
১৫) তারাদেবী মাহাতো – ঝুমুর শিল্পী
১৬) সুবল দাস বৈরাগ্য – কীর্তন শিল্পী
১৭) লক্ষ্মীরাম মুর্মু – সাওতালি সঙ্গীতশিল্পী
১৮) খন্দকার মুজিবর রহমান – ফকির সঙ্গীতশিল্পী

সঙ্গীত মহা সম্মান পুরস্কারঃ-
১) গৌতম ঘোষ – কিশোর কুমারের কন্ঠে সঙ্গীতশিল্পী
২) পরীক্ষিত বালা – লোক সঙ্গীতশিল্পী
৩) জয়া বিশ্বাস- শাস্ত্রীয় সঙ্গীতের বাদক
৪) কৌশিকী চক্রবর্তী- ঠুংরী ও খেয়ালী সঙ্গীতশিল্পী

বিশেষ সঙ্গীত মহা সম্মানঃ
১) জিৎ গাঙ্গুলী- আধুনিক সঙ্গীতশিল্পী
২) অভিজিৎ ভট্টাচার্য্য- জনপ্রিয় সঙ্গীতশিল্পী
৩) কুমার শানু- জনপ্রিয় সঙ্গীতশিল্পী
৪) উষা উথুপ – জনপ্রিয় সঙ্গীতশিল্পী