সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২, ২০১৯

মহিলাদের বিরুদ্ধে অপরাধ: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন তৃণমূল সাংসদরা

মহিলাদের বিরুদ্ধে অপরাধ: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন তৃণমূল সাংসদরা

আজ সংসদের উভয় কক্ষে নারীদের বিরুদ্ধে অপরাধের ক্রমবর্ধমান ঘটনা নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় অংশ নিয়ে উভয় কক্ষে তৃণমূল সাংসদরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সুখেন্দু শেখর রায় বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনও মহিলা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সৌগত রায় বলেন, এই ঘটনায় শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের মধ্যে ক্ষোভ জাগরিত হয়েছে, তাই সংসদের উচিত এই ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা। তিনি আরও বলেন যে, অবিলম্বে ধর্ষণকে কেবল মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করতে একটি আইন আনা উচিত কেন্দ্রীয় সরকারের।

ডাঃ শান্তনু সেন বলেন, আইন প্রণয়ন করে কঠোর পদক্ষেপ নিতে হবে, ফার্স্ট ট্র্যাক কোর্ট স্থাপনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।