ডিসেম্বর ২, ২০১৯
মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষিঋণ বাড়ছে ২ হাজার কোটি

গোটা দেশে আর্থিক মন্দায় এই রাজ্যের কৃষকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য কৃষিঋণের পরিমাণ বাড়াচ্ছে রাজ্য সমবায় দপ্তর। শুধু কৃষিঋণ নয়, স্বনির্ভর গোষ্ঠীকে আরও সক্রিয় করতে এবং তাদের আয় বাড়াতে ঋণের পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমবায় দপ্তর সূত্রে জানা গিয়েছে, কৃষিঋণের ক্ষেত্রে প্রায় দু’হাজার কোটি টাকা ও স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর নির্দেশ খোদ মুখ্যমন্ত্রী দিয়েছেন।
গত আর্থিক বছরে কৃষিঋণ বাবদ ৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। আগামী আর্থিক বছরে তা বাড়িয়ে ১০ হাজার কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে গত বছর স্বনির্ভর গোষ্ঠীকে ১২০০ কোটি টাকা ঋণ বাবদ দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সমবায় দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, আগে শুধুমাত্র গ্রামীণ এলাকায় মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হতো। কিন্তু, এবার শহরাঞ্চলেও তা তৈরি করা হবে। সেখানে শুধু মহিলা নন, পুরুষদেরও নিযুক্ত করা হবে।
পুজোর আগে হাওড়া ও হুগলি জেলায় বন্যা ও তারপর বুলবুলের প্রভাবে কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এবার কৃষকদের সাহায্যে বিশেষ ব্যবস্থা নিতে সমবায় দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শস্যবিমার টাকাও যাতে দ্রুত চাষিরা পান, সেদিকেও নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।