ডিসেম্বর ৭, ২০১৯
এবার গঙ্গাসাগর মেলায় থাকছে এয়ার ও ওয়াটার অ্যাম্বুলেন্স

এবার গঙ্গাসাগর মেলায় যদি কোনও তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন, তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে। সেই সঙ্গে রাখা হবে ১০০টি ওয়াটার অ্যাম্বুলেন্সও। রাস্তায় যানজটের জন্য অসুবিধা হতে পারে, সেকথা মাথায় রেখেই আকাশপথে এবং জলপথে অসুস্থ ব্যক্তিদের কলকাতায় আনার ব্যবস্থা রাখা হচ্ছে। প্রত্যেক তীর্থযাত্রী, সাংবাদিক সহ গঙ্গাসাগরে থাকা সকলের জন্য পাঁচ লক্ষ টাকা করে বিমা করা হচ্ছে। তীর্থযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সরকারিস্তরে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২৫শে নভেম্বর মুখ্যমন্ত্রী নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী, পুরমন্ত্রী, পূর্তমন্ত্রী, দমকলমন্ত্রী, সহ বেশ কয়েকজন সচিব এবং অফিসার উপস্থিত ছিলেন। মুড়িগঙ্গা থেকে পলি তোলার কাজ ঠিক মতো হচ্ছে কি না, সে সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। জলপথে যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তা মাথায় রেখেই পলি তোলার কাজ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত কয়েক বছরের মতো এবারও কয়েকজন মন্ত্রীকে গঙ্গাসাগর মেলার দায়িত্ব ভাগ করে দেন মুখ্যমন্ত্রী। মেলাপ্রাঙ্গণে থাকবেন পঞ্চায়েত মন্ত্রী, বিদ্যুৎমন্ত্রী, পূর্তমন্ত্রী। লট ৮-এ থাকবেন পুরমন্ত্রী, দমকল মন্ত্রী, সুন্দরবন উন্নয়নমন্ত্রী প্রমুখ। এবার ১১ জানুয়ারি থেকে তীর্থযাত্রীরা গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেবেন। মূল মেলা এবং গঙ্গাস্নানের পূণ্য সময় হল ১৪ ও ১৫ তারিখ। গঙ্গাসাগর মেলা চলাকালীন বিদ্যুৎ সরবরাহে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য বিদ্যুৎমন্ত্রীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।