December 11, 2019
Satabdi Roy demands urgent renovation and repair of National Highway 60

Full Transcript
ধন্যবাদ স্যার। স্যার, আমি আমার Constituency বীরভূম নিয়ে কথা বলতে উঠেছি। আমাদের ওখানে রাস্তা NH ৬০ এর অবস্থা ভীষণ ভীষণ ভীষণ খারাপ। যেখানে কোনও বাস পর্যন্ত যেতে পারছে না, যেখানে সিউরি- রামপুরহাট বাস যায়, সেটা কীর্ণাহার বোলপুর হয়ে ঘুরে যাচ্ছে। সুতরাং মানুষজনের যাওয়া আসা, এছাড়া ভীষণভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। যেখানে একদিকে মিনিস্টার হেলমেট পরতে বলছে অ্যাক্সিডেন্ট বাঁচানোর জন্য। একদিকে বেল্ট লাগাতে বলছে, পেনাল্টি দিচ্ছে, টাকা নিচ্ছে সেখানে যাতে মানুষের মৃত্যু না হয়। তাহলে যেখানে রাস্তা খারাপের জন্য মানুষের মৃত্যু হবে, তার দায় কে নেবে?
আমি বলবো যে আমাদের রাস্তা ইমিডিয়েট ঠিক করা হোক এবং মৌড় গ্রাম থেকে দুবরাজপুরের রাস্তাতে ১৯৬০ সালের পর কোনওদিন ব্রিজ ঠিক করা হয়নি। সুতরাং সেই ব্রিজ – তিলতলা ব্রিজ, মল্লারপুর, ব্রাহ্মণী, দেউটা ক্যানাল, কার্গিল, লেফট ক্যানাল, চন্দ্রভাগা ব্রিজ, বক্রেশর ব্রিজ। এইগুলো ঠিক করা না হয় তাহলে যে কোনও সময় যে কোনও বিপদ হতে পারে।
Thank you