ডিসেম্বর ২৩, ২০১৯
বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের মূল ভিত্তিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেন্ট জেভিয়ার্স কলেজ আয়োজিত বড়দিনের গেট টুগেদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
* সকলকে বড়দিন ও শুভ নববর্ষের শুভেচ্ছা। সেন্ট জেভিয়ার্সকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি পড়ুয়াদের প্রাণোচ্ছল দেখলে খুশী হই। ওদের জন্যই আমার এখানে আসতে ভালো লাগে।
* আমাদের সংবিধানের আবেগ হল ভালোবাসা, ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, বিচার, সাম্য। আমাদের দায়িত্ব এই আবেগগুলিকে বজায় রাখা। এটা তখনই সম্ভব যদি আমরা সকলে মিলেমিশে থাকি ও একে ওপরের সঙ্গে চিন্তার আদান প্রদান করি।
* ভারতবর্ষ সুবিশাল দেশ। বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের মূল ভিত্তি। এবং এখানে যখন যখন আসি সকলকে সেই কথাই মনে করাই।
* আমি নিজেকে এই সুন্দর পৃথিবীর সদস্য মনে করি। সকলের সকলকে ভালোবাসা উচিৎ।
* আমরা সকলে বর্তমানে আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতা, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার হারাতে বসেছি। আমরা এই সকল অধিকার ফিরে পাব কিনা নিশ্চিত না।
* আমি মনে করি আমরা সকলে এক হলে আমরা এই সকল অধিকার ফেরাতে পারব।
* এখন এমন আইন আনা হচ্ছে যাতে ডিভাইড অ্যান্ড রুল কড়া যায়। আমরা এরকম না। আমরা চাই সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষ একসঙ্গে বাস করুক।
* আমরা মনুষ্যজাতির পরিচায়ক, সকলকে ভালোবাসা ছাড়তে পারবনা।
* আজ আপনারা ঠিক করুন সকলে একসঙ্গে থাকবেন, সকলে সকলের সঙ্গে কথা বলবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আসুন সকল ধর্মের মানুষ একসঙ্গে থাকি।
* আমি মাদার মেরী ও প্রভু যীশুকে প্রার্থনা জানাই যাতে আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারি।
* চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। আমরা কোনও অনাচারের সামনে মাথানত করব না। সাড়ে যাঁহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা।
* সরকার আসবে সরকার যাবে, কিন্তু, গণতন্ত্র থাকা দরকার, সংবিধানের বেঁচে থাকা দরকার।
* প্রভু যীশু আমাদের সকলকে তাঁর ভালোবাসার আশীর্বাদ দিক। দেশ এক থাকা উচিৎ। এটাই এই বিপদের দিনে প্রভু যীশুকে প্রার্থনা।