সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৩, ২০১৯

বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের মূল ভিত্তিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের মূল ভিত্তিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেন্ট জেভিয়ার্স কলেজ আয়োজিত বড়দিনের গেট টুগেদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

* সকলকে বড়দিন ও শুভ নববর্ষের শুভেচ্ছা। সেন্ট জেভিয়ার্সকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি পড়ুয়াদের প্রাণোচ্ছল দেখলে খুশী হই। ওদের জন্যই আমার এখানে আসতে ভালো লাগে।  

* আমাদের সংবিধানের আবেগ হল ভালোবাসা, ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতা, বিচার, সাম্য। আমাদের দায়িত্ব এই আবেগগুলিকে বজায় রাখা। এটা তখনই সম্ভব যদি আমরা সকলে মিলেমিশে থাকি ও একে ওপরের সঙ্গে চিন্তার আদান প্রদান করি।   

* ভারতবর্ষ সুবিশাল দেশ। বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের মূল ভিত্তি। এবং এখানে যখন যখন আসি সকলকে সেই কথাই মনে করাই।   

* আমি নিজেকে এই সুন্দর পৃথিবীর সদস্য মনে করি। সকলের সকলকে ভালোবাসা উচিৎ। 

*  আমরা সকলে বর্তমানে আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতা, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার হারাতে বসেছি। আমরা এই সকল অধিকার ফিরে পাব কিনা নিশ্চিত না।

* আমি মনে করি আমরা সকলে এক হলে আমরা এই সকল অধিকার ফেরাতে পারব।  

* এখন এমন আইন আনা হচ্ছে যাতে ডিভাইড অ্যান্ড রুল কড়া যায়। আমরা এরকম না। আমরা চাই সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষ একসঙ্গে বাস করুক। 

* আমরা মনুষ্যজাতির পরিচায়ক, সকলকে ভালোবাসা ছাড়তে পারবনা। 

* আজ আপনারা ঠিক করুন সকলে একসঙ্গে থাকবেন, সকলে সকলের সঙ্গে কথা বলবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আসুন সকল ধর্মের মানুষ একসঙ্গে থাকি। 

* আমি মাদার মেরী ও প্রভু যীশুকে প্রার্থনা জানাই যাতে আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারি। 

* চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। আমরা কোনও অনাচারের সামনে মাথানত করব না। সাড়ে যাঁহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা।  

* সরকার আসবে সরকার যাবে, কিন্তু, গণতন্ত্র থাকা দরকার, সংবিধানের বেঁচে থাকা দরকার।

* প্রভু যীশু আমাদের সকলকে তাঁর ভালোবাসার আশীর্বাদ দিক। দেশ এক থাকা উচিৎ। এটাই এই বিপদের দিনে প্রভু যীশুকে প্রার্থনা।