ডিসেম্বর ২৮, ২০১৯
মেঙ্গালুরুতে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা তুলে দিল তৃণমূল

নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাস্তায় নেমে গত ১৯ ডিসেম্বর কর্নাটকের মেঙ্গালুরুতে গুলিতে নিহত হন ২ প্রতিবাদী। নিহত দুই প্রতিবাদীর পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে, দলের তরফে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ মেঙ্গালুরুতে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে। এই প্রতিনিধিদলে ছিলেন দীনেশ ত্রিবেদী ও নাদিমুল হক।
প্রতিবাদীর একজনের নাম ছিল নৌসিন (২৩) যিনি পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন রাস্তায়। তিনি পেশায় ছিলেন শ্রমিক। তাঁর মা মমতাজ বেগমের হাতে চেক তুলে দেওয়া হয়। অপরজনের নাম জলিল, তিনিও পুলিশের গুলির শিকার হন। তাঁর স্ত্রী ও ছেলে মেয়েদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। নিহতদের পরিবারের হাতে দুটি চেক তারা তুলে দেন। এছাড়াও ইউনিটি হাসপাতালে গিয়ে বিক্ষোভের সময় আহতদের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতারা।
এনআরসি ও সিএএ’র বিরোধিতায় প্রথম থেকেই আন্দোলনে নেমেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।