সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২২, ২০১৯

লখনৌতে আটক তৃণমূলের প্রতিনিধিদল

লখনৌতে আটক তৃণমূলের প্রতিনিধিদল

লখনৌ বিমানবন্দরে আটক চার সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল। উওর প্রদেশে সিএএ আন্দোলনের জেরে মৃত্যু বেড়েছে। শোকাহত সেই পরিবারগুলির পাশে দাঁড়াতে রবিবার বিমানে লখনৌ যান সেই দলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর নেতৃত্বাধীন ওই প্রতিনিধিদল। সেখানেই চৌধুরি চরণ সিং বিমানবন্দরের রানওয়েতে আটক করা হয় তাঁদের।

এই ঘটনা সম্পর্কে ওই প্রতিনিধিদলের সদস্য এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক বলেন, “বিমান থেকে নামার পরই আমাদের আটক করা হয়। রানওয়েতে পুলিশ আমাদের আটক করে একটা গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই আমরা ধর্ণায় বসি।”

ওই দলের অন্য দুই সদস্য সংসদ প্রতিমা মন্ডল এবং আবির বিশ্বাস। এদিকে তৃণমূল কংগ্রেস তাদের প্রতিনিধিদলের আটকের ঘটনায় উত্তর প্রদেশ সরকারের সমালোচনা করে অবিলম্বে ওই চারজনকে মুক্ত করার দাবি জানিয়েছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার বলেন; “বিজেপি কেন সত্য গোপনের চেষ্টা করছে? তারা লখনৌতে কাউকে ঢুকতে দিচ্ছে না। এই অগণতান্ত্রিক পন্থা এবং উত্তর প্রদেশকে পুলিশ রাজ্য বানানোর অভিপ্রায়ের পন্থার আমরা তীব্র নিন্দা করছি।”