ডিসেম্বর ৩১, ২০১৯
নববর্ষের প্রাক্কালে শব্দদূষণ রুখতে বিশেষ নজরদারি

নববর্ষ বরণে শব্দবিধি ভাঙলেই এবার জরিমানা। হতে পারে জেলও। রাজ্যের অনেক শহরেই এমনই কড়া নজরদারি চালাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এর আগে কালীপুজো ও দীপাবলির রাতেও শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে পথে নেমেছিল পর্ষদ। তিনদিন পরপর নজরদারি চালায় তারা। এবার প্রথম বর্ষবরণেও শব্দবিধি নিয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
বর্ষবরণের সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত শব্দবিধি নিয়ন্ত্রণ করতে পুলিশকে সঙ্গে নিয়ে বড় শহরগুলিতে নজরদারি চালানো হবে। ইতিমধ্যেই অধিকাংশ হোটেল, রেস্তোরাঁ, বারসহ বড় আবাসনগুলিতে চিঠি পাঠিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। আইন ভেঙে বাজি ফাটানো, ডিজে বাজানো বা চড়া সুরে সাউন্ড বক্স বাজানো হলেই পরিবেশ বিধি অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সন্ধ্যা থেকে ভোর ছটা পর্যন্ত পথে নামবে।
কালীপুজো ও দীপাবলির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও বিধাননগরের পর্ষদের অফিসের কন্ট্রোল রুম খোলা হবে। এছাড়া রয়েছে পর্ষদের পরিবেশ অ্যাপ। ইতিমধ্যেই কলকাতা ও রাজ্যের প্রায় ছ’শো থানাকে শব্দদূষণ মাপার যন্ত্র দিয়েছে পর্ষদ। পর্ষদের আধিকারিকরাও শব্দবিধি মাপার যন্ত্র নিয়ে টহল দেবেন। দূষণ মাপার জন্য পুলিশকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন