ডিসেম্বর ২৩, ২০১৯
এবার অ্যাপেই গঙ্গাসাগর মেলা

এবার ঘরে বসেই কপিলমুনির মন্দির ও সেখানকার প্রতিটি মুর্হূতের ছবি সরাসরি দর্শন করতে পারবেন তীর্থযাত্রীরা। সেখানে মন্দিরে কখন কী কী হচ্ছে সেই সব স্মরণীয় মুহূর্তও দেখা যাবে। সাগরে পৌঁছানোর আগেই কপিলমুনির মন্দির থেকে সাগরমেলার পুরো ছবি দেখানোর এই ব্যবস্থা এবার প্রথম। এজন্য একটি বিশেষ অ্যাপ তৈরী করা হয়েছে। গুগলে গিয়ে অ্যান্ড্রয়েড ফোনে সেই অ্যাপে আঙুল ছোঁয়ালেই ‘ই দর্শন’ চলে আসবে। সেখানেই সরাসরি দেখা যাবে কপিলমুনির মন্দির।
যাদের সেই ফোন নেই, তাদের দেখানোর জন্য বাফার জোনগুলিতে এলইডি বসানো হচ্ছে। এই পরিকল্পনায় সহযোগিতা করেছেন সুন্দরবন পুলিস জেলার সুপার ও তাঁর টিম। যেখানে যেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরিস্থিতি হবে, সেখানে সেখানে ১০০টি এলইডি বসানো হচ্ছে। পাশাপাশি কেউ গঙ্গাজলের প্যাকেট চাইলে ই দর্শনে গিয়ে অর্ডার দিলে বাড়ির ঠিকানায় তা পৌঁছে যাবে।
এবার সাগরমেলার জন্য তৈরী অ্যাপে তীর্থযাত্রীদের জন্য আরও একাধিক সুবিধা রাখা হয়েছে। বিশেষ প্রযুক্তির সাহায্য নিয়ে এই অ্যাপে পাঁচটি ভাষায় গাড়ি, ট্রেন ও ভেসেল কখন কোথা থেকে পাওয়া যাবে তার বিস্তারিত রাখা হয়েছে। কখন জোয়ার, কখন ভাটা কোন সময় ভেসেল বন্ধ থাকছে তাও জানতে পারবে।
বাবুঘাট থেকে সাগর পর্যন্ত যাতায়াতে যাতে কোথাও অসুবিধা না হয়, সেজন্য পথদিশার মতো আলাদা একটি ব্যবস্থা হয়েছে। তাতে করে কোনও তীর্থযাত্রী সেই পথদিশায় হাত ছোঁয়ালে সাগরে কীভাবে যাবেন, কোথায় তার অবস্থান সেখানকার থানার নাম, ফোন নম্বর সবটাই বলে দেবে। ফলে রাস্তায় বেরিয়ে কোনও ভাবে বিভ্রান্ত না হয়। এই অ্যাপে হাসপাতালের সুবিধা থেকে শুরু করে হারিয়ে গেলে কোথায় জানাতে হবে তারও ব্যবস্থা রয়েছে। এবার সাগরে নেট পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য ২৫টি ওয়াইফাই জোন করা হচ্ছে।
সৌজন্যেঃ বর্তমান