সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৯, ২০১৯

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা গত আট বছরে অনুদান পেয়েছেন ১,৫৮০ কোটি

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা গত আট বছরে অনুদান পেয়েছেন ১,৫৮০ কোটি

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বাম আমলে ২০০০ সাল থেকে ২০১১ পর্যন্ত অনুদান দেওয়া হয়েছিল মাত্র ৮ কোটি টাকা। সেখানে গত আট বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে অনুদান দেওয়া হয়েছে ১৫৮০ কোটি টাকা।
এই অনুদানের পাশাপাশি আরও কিছু সুযোগ-সুবিধা যোগ করে ২০১৭ সালের এপ্রিল মাসে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য নতুন করে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ সুযোগের মধ্যে এই প্রকল্প অনুসারে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা দুর্ঘটনায় পড়লে বা অসুস্থ হয়ে পড়লে অথবা মারা গেলে আর্থিকভাবে সাহায্য করা হয়। ৬০ বছর হয়ে গেলে পেনশন দেওয়া হয়।

পরিবহণ কর্মীরা আগে পেনশন পেতেন ৭৫০ টাকা। তা মুখ্যমন্ত্রী বাড়িয়ে করেছেন ১৫০০ টাকা। নির্মাণকর্মীদের ৭৫০ টাকা করে পেনশন দেওয়া হয়। এই প্রকল্পে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা হল ১ কোটি ১৫ লক্ষ ৩৬ হাজার ৬৭০ জন। বাম আমলে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা ছিল মাত্র ২৬ লক্ষ। গত আট বছরে তা বাড়িয়ে ১ কোটি ১৫ লক্ষের বেশী করা হয়েছে।

ন্যূনতম মজুরি ঠিক করতে ন্যূনতম মজুরি পরামর্শদাতা বোর্ড গঠন করেছে রাজ্য সরকার। ওই বোর্ডের ছ’টি সভা হয়েছে। সেই বোর্ড ন্যূনতম মজুরি নিয়ে শ্রম দপ্তরকে সুপারিশ করে। আগে ৬১টি ক্ষেত্রে ন্যূনতম মজুরি ঠিক করা হয়েছিল। এই বোর্ড আরও ৩০টি ক্ষেত্রে ন্যূনতম মজুরি ঠিক করেছে। তার মধ্যে স্কিলড, আনস্কিলড, সেমিস্কিলড শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঠিক করা হয়েছে। ঠিক করা হয়েছে বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি। কলকাতায় বিড়ি শ্রমিক পাবেন ২৬২ টাকা। হাওড়া-হুগলী জেলায় পাবেন ২৩৯ টাকা। রাজ্যের বাকি জেলায় পাবেন ২৫৪ টাকা।

সৌজন্যেঃ বর্তমান