ডিসেম্বর ১৬, ২০১৯
“রেস্পেক্ট উইমেন” – কলকাতা পুলিশের সাম্প্রতিকতম উদ্যোগ

মহিলাদের সম্মান করার জন্য পুরুষদের যথাযথ মানবিক শিক্ষা দেওয়া – এই চিন্তা থেকেই কলকাতা পুলিশ পরিকল্পনা নিয়েছে বয়েজ স্কুল ও কোএডুকেশন স্কুলে একটি প্রকল্প শুরু করার। এই প্রকল্পের নাম হবে “রেস্পেক্ট উইমেন”।
শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি সিসিটিভি বসানো থেকে বাজার এলাকা বা জনবসতিপূর্ণ অঞ্চলে মেয়েদের জন্য মোবাইল শৌচালয় স্থাপন করা, কলকাতা পুলিশ একগুচ্ছ প্রকল্প নিয়েছে মহিলাদের জন্য এই শহরকে আরও নিরাপদ করতে।
এর পাশাপাশি পুলিশ পরিকল্পনা নিয়েছে মেয়েদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন অপরাধ রুখতে সাইবার অপরাধ ল্যাব গড়ার।
কলকাতা পুলিশ তাদের আপৎকালীন নম্বর ১০০, ১০৯০ ও ১০৯১ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রচার চালাচ্ছে। এছাড়াও, মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য ‘তেজস্বিনী’ প্রকল্প চালু করেছে। সাফল্যের সঙ্গে চলছে কলকাতা পুলিশের মহিলাকর্মীদের দ্বারা তৈরী মহিলাদের নিরাপত্তা বাহিনী ‘উইনার্স’।