সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৫, ২০১৯

কর্মসংস্থানে রাজ্যে দ্বিতীয় আবাসন শিল্প

কর্মসংস্থানে রাজ্যে দ্বিতীয় আবাসন শিল্প

বাংলায় সস্তার আবাসন নির্মাণে জোর দিচ্ছে রাজ্য সরকার। সাড়ে আট বছর আগে ২০১১ সালের মে মাসে মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যে এখনও পর্যন্ত ১ লক্ষ ৭৫ হাজার আবাসন ইউনিট নির্মিত হয়েছে, তার মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ সস্তার আবাসন।
গত ২৮শে নভেম্বর কলকাতায় ক্রেডাই আয়োজিত ‘স্টেটকন ২০১৯’ অনুষ্ঠানে একথা জানান রাজ্যের অর্থ ও শিল্প-বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র। পাশাপাশি তিনি জানিয়েছেন, জমি, বাড়ি, ফ্ল্যাটের সার্কল রেট কী করে আরও বেশি বাস্তবসম্মত করা যায় তা খতিয়ে দেখতে উপদেষ্টা সংস্থা ডেলয়েট-কে নিয়োগ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের সরকারের আমলে রাজ্যে রিয়েল এস্টেট ক্ষেত্রে ৪০,০০০ কোটি টাকার মতো বিনিয়োগ হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ৪০ লক্ষ। সব মিলিয়ে ১ লক্ষ ৭৫ হাজার আবাসন ইউনিট নির্মিত হয়েছে, যার মধ্যে ৬০-৭০ শতাংশই সস্তার আবাসন। আমরা সর্বদাই সস্তার আবাসন নির্মাণে জোর দিই।রাজ্যে কর্মসংস্থান সৃষ্টিতে রিয়েল এস্টেট দ্বিতীয় বৃহত্তম ক্ষেত্র।’

তিনি জানান, ‘রাজ্যে অদূর ভবিষ্যতে রিয়েল এস্টেট ক্ষেত্রে ১ কোটি ২৮ লক্ষ শ্রমদিবস সৃষ্টি হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে রিয়েল এস্টেট ক্ষেত্রের বার্ষিক বৃদ্ধির হার ১৫.৭ শতাংশ। জ্যান্ডার সাড়ে তিন একর জমি নিয়েছে। অন্য দিকে, ফ্লিপকার্ট হরিণঘাটায় তাদের যে বিপুল হাব গড়ছে, সেখানে সংশোধিত ডিপিআর অনুযায়ী ১৮,০০০ কর্মসংস্থান সৃষ্টি হবে, আগে যা ছিল ১০,০০০।’