সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৬, ২০১৯

সাড়ে পাঁচ লক্ষ ভাতার আবেদন

সাড়ে পাঁচ লক্ষ ভাতার আবেদন

রাজ্যজুড়ে সাড়ে পাঁচ লক্ষ ভাতার আবেদন। সমীক্ষা করে অবিলম্বে চালুর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাতার মধ্যে বার্ধক্য ভাতার আবেদন সবথেকে বেশী প্রায় সাড়ে তিন লক্ষ। বাকি আবেদনগুলির মধ্যে আছে বিধবা ভাতা যা প্রায় দুলক্ষ আর বিশেষভাবে সক্ষমদের আবেদন প্রায় সাড়ে ১৩ হাজার।।

সব মিলিয়ে এই খাতে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা। ইতিমধ্যে যে আবেদনগুলির ফিল্ড ভেরিফিকেশন হয়ে গেছে, সেগুলির অনুমোদন ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত দুই তিন মাস ধরে মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন এসেছে। এই আবেদনগুলি তাঁরাই করেছেন যাঁদের কেউ নেই। যাঁদের হয়ে বলার কেউ নেই। কোনও আয়ের উৎস নেই।

বার্ধক্য ভাতার ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশন করার পর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজারে। বিধবা ভাতার ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশন হয়েছে ৩৪ হাজার ১০০ জনের। বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশন হয়েছে ২৭০০ জনের।

ভাতা ছাড়াও, আমার বাড়ি প্রকল্পে শহর ও গ্রাম মিলিয়ে অনেক আবেদন পড়েছিল। শহরে আবেদনকারীর সংখ্যা ৩১৫০ এবং গ্রামে ২৪ হাজার ৭০০। এই সকল আবেদন মঞ্জুর করা হয়েছে।