সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৬, ২০১৯

আদর্শ আমার জীবনের রক্ষাকবচ: মমতা বন্দ্যোপাধ্যায়

আদর্শ আমার জীবনের রক্ষাকবচ: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রত্যেক বছরের মতোই আজ মেয়ো রোডে সংহতি দিবস পালন করে তৃণমূল। প্রধান বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ওনার বক্তব্যের কিছু অংশ:

১৯৯২ সালের পর থেকে আমরা এই দিনটা সংহতি দিবস হিসেবে পালন করি। ১৯৯২ সালের ভয়াবহ দাঙ্গার কথা আমি আজও ভুলতে পারিনা। সেই ভয়াবহ দাঙ্গা সারা দেশকে তছনছ করে দিয়েছিল।

সেদিন থেকে আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম সব ধর্ম-বর্ণ-সম্প্রদায়-জাতি ঐক্যবদ্ধভাবে বাস করতে পারে তার জন্য আমরা সংহতি দিবস পালন করব। আমরা কোনোদিন জীবনে দাঙ্গা নিয়ে রাজনীতি করিনি।

আমাদের একটা দায়বদ্ধতা আছে। রাজনৈতিক সৌজন্যতাবোধও আছে। আমরা ছাত্রাবস্থা থেকে রাজনীতিটা করি, এবং তৃণমূল স্তর থেকে জন সমর্থন আমাদের মূল ভিত্তি। আদর্শকে বিসর্জন দিয়ে রাজনীতি আমরা জীবনে করিনি।

তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে ১৯৯৮ সালের ১লা জানুয়ারি। আমরা আজ পর্যন্ত এমন কোনও কাজ করিনি বা সিদ্ধান্ত নিইনি যা সংবিধান বিরোধী বা দেশবিরোধী বা মানুষ বিরোধী।

আমি সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু আদর্শ ত্যাগ করতে পারি না। আদর্শ আমার জীবনের রক্ষাকবচ।