ডিসেম্বর ৩, ২০১৯
'এক দেশ, এক রেশন কার্ড’ ইস্যুতে লোকসভায় সরব তৃণমূল

তৃণমূল সাংসদ এবং মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সংসদে প্রস্তাবিত ‘এক দেশ, এক রেশন কার্ড’ নীতির তীব্র নিন্দা করেন। তিনি বলেন যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রতিটি রাজ্যের নিজস্ব ‘সাবর্ডিনেট লেজিসলেশন’ তৈরির অধিকার আছে। এই প্রস্তাব সেই অধিকারের পরিপন্থী।
তিনি বলেন, “জাতীয় খাদ্য সুরক্ষা আইন, ২০১৩ প্রবর্তনের আগে প্রত্যেকে ভর্তুকিযুক্ত রেশন পেতেন। ২০১৩ সালের আইন কার্যকর হওয়ার পরে, কেবলমাত্র বিপিএল কার্ডের আওতাভুক্তরা ভর্তুকিযুক্ত খাবার পান। তবে প্রয়োজনীয় পণ্য সামগ্রী আইনের অধীনে রাজ্য সরকারকে নিজস্ব ‘সাবর্ডিনেট লেজিসলেশন’ তৈরির ক্ষমতাও দেওয়া হয়েছে। ”
তিনি আরও বলেন, কন্ট্রোল অর্ডারের মধ্যেই বাংলার সরকার কাজ করেছে। রাজ্যে দু-রকমের রেশন কার্ড আছে। একটি হল গরীব মানুষদের ভর্তুকিযুক্ত রেশন দেওয়ার উদ্দেশ্যে; বাকিদের রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে।
তিনি জানান, রাজ্য সরকার যদি মধ্যবিত্তকে ভর্তুকি দিতে চায়, তবে কেন্দ্র কীভাবে ‘এক দেশ, একটি রেশন কার্ড’ নীতি প্রণয়ন করতে পারে? কেন্দ্রের খাদ্য দপ্তরের কাছে ৩০০০ কোটি টাকা বাংলার সরকারের। সংসদে এই বিষয়টিও উত্থাপন করেছেন তিনি।