সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৬, ২০১৯

এনআরসি-ক্যাব এর বিরুদ্ধে আজ কলকাতায় মহামিছিল

এনআরসি-ক্যাব এর বিরুদ্ধে আজ কলকাতায় মহামিছিল

আজ কলকাতার রাজপথ মুখরিত হবে প্রতিবাদের স্বরে। নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে আজ পথে নামছে রাজ্যের নাগরিক সমাজ। এই মহামিছিলে অংশ নেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

রেড রোডে বাবাসাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হবে বেলা একটায়। গান্ধী মূর্তি হয়ে এই মিচি গিয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সমাজের সর্বস্তরের মানুষকে এই গণ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এনআরসি-ক্যাব এর বিরুদ্ধে তৃণমূলের অবস্থান সর্বজনবিদিত। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নো এনআরসি, নো ক্যাব। আইন পাস হলেও আমাদের সরকার তা কার্যকর করবে না। সকলকে বলছি, ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন। সব রাজ্যে গণ আন্দোলন করুন। বাংলাতেও গণ আন্দোলন গড়ে তুলুন’’।