ডিসেম্বর ৮, ২০১৯
জঞ্জালের পাহাড় ভাঙতে ধাপায় বায়ো-মাইনিং

বছরের পর বছর ধরে ধাপায় ফেলা জঞ্জালের পাহাড় ভাঙতে শুরু হতে চলেছে বায়ো-মাইনিং। এ নিয়ে ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে কলকাতা পুরসভা। ধাপার জঞ্জালের মধ্যে থেকে জৈব বর্জ্যগুলি পৃথক করে তা থেকে তৈরী করা হবে জৈব সার। বাকি বর্জ্য পাঠানো হবে প্রক্রিয়াকরণ কেন্দ্রে। এই প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতার বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে কয়েক কদম এগোনো যাবে।
৬০ একর জমিতে জমে থাকা ৪০ লাখ টন আবর্জনা বায়ো মাইনিংয়ের জন্য টেন্ডার ডাকা হয়েছে। আগামী বছরের ৩১ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রেখেছে পুরসভা। পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধাপা, হাওড়া, প্রমোদনগরের মতো যে এলাকাগুলিতে বছরের পর বছর আবর্জনা ফেলার ফলে জঞ্জালের পাহাড় তৈরী হয়েছে, সর্বত্রই বায়ো মাইনিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিধাননগরের মোল্লার ভেড়িতেও এমন পরিকল্পনা রয়েছে। বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে একটি কোরিয়ান কোম্পানি কেএমডিএ-কে একটি প্রেসেন্টেশন দেখাতে চলেছে।