ডিসেম্বর ১২, ২০১৯
দিঘা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই লগ্নির ঢেউ

বছরের শুরুতেই দিঘায় গিয়ে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হবে দিঘায়। সেইমতোই গতকাল শুরু হয় দু’দিন ব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন।
শুধু কথায় নয়, বাণিজ্য সম্মেলনের প্রথম দিন লগ্নি প্রস্তাবও এসেছে উল্লেখযোগ্য রকম:
• সিঙ্গাপুরে অবস্থিত চাঙ্গি এয়ারপোর্টের সিইও ইউজেন গান আর্থিক ভাবে দুর্বলদের জন্যে দুর্গাপুরের অন্ডালে কম টাকার বাড়ির প্রকল্প ঘোষণা করেন।
• ইনফ্রাকো এশিয়া অন্ডাল এয়ারপোর্ট সংলগ্ন জনজীবনের উন্নতির জন্যে বিনিয়োগ করবে।
• টিটাগড় ওয়াগ্যান্সের এর ম্যানেজিং ডিরেক্ট্র উমেশ চৌধুরী হুগলির উত্তরপাড়ায় একটি অ্যালুমিনিয়াম বডি মেট্রো কোচ তৈরির কারখানার কথা ঘোষণা করেন। এই কারখানায় চাকরি পাবে ১,০০০ জন। এর জন্যে বিনিয়োগের পরিমাণ ২,৫০০ কোটি টাকা প্রতি বছর পাঁচ বছরের জন্যে।
• আম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া দীঘায় একটি পাঁচতারা হোটেল তৈরির কথা ঘোষণা করেন। এই হোটেলে ১০০টি ঘর, সুইমিং পুল, স্পা ইত্যাদির সুবিধা থাকবে। আপাতত এই হোটেল ৬০টি ঘর নিয়ে শুরু হবে। নাম দেওয়া হবে ‘সাগর কুটির’।
• আইটিসি গ্রুপ ইতিমধ্যে রাজ্যে ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আরো ১,৭০০ কোটি টাকা পারসোনাল কেয়ার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে।
• একটি নতুন প্রকল্পে অ্যামাজন ইন্টারনেট এমএসএমই বিভাগের সহযোগীতায় কাজ করবে।
• প্যাটন গ্রপের ম্যানেজিং ডিরেক্টার সঞ্জয় বুধিয়া রাজ্যে একটি আন্তর্জাতিক মানের সিবিএসই বোর্ডের স্কুল তৈরীর কথা ঘোষণা করেন।
মৌ সাক্ষর
• রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং জার্মানির কেএফডাব্লিউ ব্যাঙ্কের মধ্যে ১৫০ মেগা ওয়াটের সোলার প্ল্যান্ট তৈরির মৌ সাক্ষর হয়।
• ডাচ কনসোর্টিয়াম, কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাথে বানতলা লেদার কমপ্লেক্সে কঠিন বর্জ্যকে মূল্যবান পণ্যে রূপান্তর করার মৌ স্বাক্ষর করেছে।
বেঙ্গল বাণিজ্য কনক্লেভে আগামীদিনের যেসব প্রকল্পের শিলান্যাস হল
১. মেটিয়াব্রুজে পোশাকের হাবঃ এখানে আনুমানিক ১৫০টি উৎপাদন ইউনিট ও ৩০০টি ডিসপ্লে কেন্দ্র হবে। হবে ১০০০টি ট্রেডিং হাব। এখানে কাজ পাবেন ১৬ হাজার মানুষ।
২. কমন ফেসিলিটি সেন্টার:
- বেল ব্রাস মেটাল ক্লাস্টার
- ষ্টীল ফ্যাব্রিকেশন ক্লাস্টার (পশ্চিম মেদিনীপুরে)। এতে উন্নতমানের কাটাই, ঝালাই, ইলেক্ট্রোপ্লেটিং, পরীক্ষা, পাওয়ার কোটিং এর সুবিধা থাকবে।
- পাত গলানো ক্লাস্টার (পুরুলিয়ার ঝালদায়)
যে সকল প্রকল্পের উদ্বোধন হলঃ
১. কমন প্রোডাকশন সেন্টার:
- পূর্ব বর্ধমানের ভেড়িয়ার কাঁথাশিল্পীদের জন্য। শতাধিক মহিলা এখানে কাজ করবেন।
- নদীয়ার বীরনগরে মৃৎশিল্পীদের জন্য। এখানে মাটি পোড়ানো, শুকোনোর আধুনিক সুবিধা থাকবে।
- বাঁকুড়ার সুসুনিয়াতে পাথর খোদাই শিল্পীদের জন্য। এখানে ৭০০০ মানুষের কর্মসংস্থা হবে।
২. বোলপুরে বিশ্ব ক্ষুদ্র বাজারঃ এখানে ৫০টি স্টল থাকবে। এখানে অন্তত ২০০০ শিল্পীর কর্মসংস্থান হবে। এখানে মেলা প্রাঙ্গণ ও বাণিজ্য হাব হবে
৩. শিলিগুড়িতে আঞ্চলিক ক্ষুদ্র ও ছোট শিল্পের ফেসিলিটেশন কাউন্সিল হবে
৪. কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফরেন ট্রেড ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে রপ্তানি বাড়াতে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প আইন মেনে শিলিগুড়িতে আঞ্চলিক ক্ষুদ্র ও ছোট শিল্পের ফেসিলিটেশন কাউন্সিল হবে