সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৮, ২০১৯

মহিলা কর্মী ও উদ্যোগপতির নিরিখে সেরা বাংলা

মহিলা কর্মী ও উদ্যোগপতির নিরিখে সেরা বাংলা

এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রাজ্যে যত সংখ্যক মহিলা কর্মী শিল্পক্ষেত্রে কাজ করেন, তার নিরিখে দেশের সেরা ‘দিদির রাজ্য’। শিল্পের মালিক হিসেবে অধিষ্ঠাত্রীদের নিরিখেও ভারত সেরা বাংলা। এই তথ্য দিচ্ছে খোদ কেন্দ্র সরকার। ছোট শিল্পে কর্মসংস্থানের হিসেব পেশ করতে গিয়ে এই তথ্য প্রকাশ করেছে তারা।

ছোট শিল্প গড়ার নিরিখে দেশে প্রথম সারিতে বাংলা। এখানে হাতেকলমে কাজ করার ক্ষেত্রে জয়জয়কার মহিলাদের। কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, এদেশে শিল্পক্ষেত্রে মহিলা কর্মীর সংখ্যা প্রায় ২ কোটি ৬৫ লক্ষ। তার মধ্যে বাংলাতেই আছেন ৪৩ লক্ষ ৫১ হাজার।

মহিলা উদ্যোগপতির সংখ্যা তত্ত্বেও বাংলা ধরাছোঁয়ার বাইরে। কেন্দ্রের হিসেব, এরাজ্যে প্রায় ২৯ লক্ষ ১ হাজার মহিলা নিজে ব্যবসা চালান। গোটা দেশে যত সংখ্যক মহিলা শিল্পোদ্যোগী আছেন, তার মধ্যে ২৩.৪২ শতাংশই দখল করে রয়েছে বাংলা। এই সাফল্যের অনেকটাই সম্ভব হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর হাত ধরে।

সৌজন্যেঃ বর্তমান