সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৩, ২০১৯

কেন্দ্রের প্রতি ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের প্রতি ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পরিদর্শনের পরও বিন্দুমাত্র সাহায্য করেনি কেন্দ্র, গতকাল রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এমনই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলা। কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে এসে হেলিকপ্টার করে এলাকা ঘুরে দেখেছেন। তাঁদের জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পরিস্থিতি পরিদর্শন করার পরও কেন্দ্রের তরফে কোনও আর্থিক সাহায্য এখনও না পাওয়ায় ক্ষোভ প্রকাশও করেন।

পাশপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ১২০০ কোটি টাকার তহবিল তৈরির কথা ঘোষণা করেছেন তিনি। বুলবুলে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ধান, সবজি ঘরবাড়ি সব নষ্ট হয়েছে। সোমবার বিধানসভায় একথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ২৩৮১১.৬০ কোটি টাকা। এর একটা রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। আমি নিজে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ঘুরে দেখেছি। শুভেন্দু অধিকারী মেদিনীপুর ঘুরে দেখেছে। আশা করেছিলাম, কেন্দ্রীয় সাহায্য পাব।’এমনকী বুলবুলের তাণ্ডবের পরের দিনই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার পাশে থাকার আশ্বাস দিয়ে টুইট করেছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে কোনও আর্থিক সাহায্যই এসে পৌঁছায়নি নবান্নে।

তিনি জানিয়েছেন, ‘অর্থদপ্তর ইতিমধ্যেই কৃষি জমির জন্য সাহায্য করতে চাষিদের ১২১৬ কোটি টাকার অর্থ বরাদ্দ করে তা রিলিজ করে দিয়েছে। ৬ লক্ষ কিট তৈরি করা হচ্ছে। জেলাশাসক যেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দিচ্ছেন। অনেক জায়গায় গাছপালা পড়ে বিদ্যুতের তার নষ্ট হয়েছে সেগুলো আমরা ঠিক করে দিয়েছি। ৬ লক্ষ কিটের মধ্যে থাকছে হাঁড়ি-কড়াই, থালাবাসন, বাচ্চাদের খাবার, ধুতি শাড়ি, একটা স্টোভ।’

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বুলবুল বিপর্যয়ে ১৬ জন প্রাণ হারিয়েছেন। ৪০ হাজার হ্যারিকেন বিলি করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছে, সেসব পরিবারকে ৫ লিটার করে কেরোসিন তেল দেওয়া হয়েছে।