ডিসেম্বর ৩, ২০১৯
মহানগরে নাইট শেল্টার বাড়াতে চাইছে সরকার

কলকাতায় গৃহহীন মানুষদের জন্য নৈশাবাস বা নাইট শেল্টারের সংখ্যা আরও বাড়াতে চলেছে প্রশাসন। এই ব্যাপারে কলকাতার মেয়র বৈঠক করতে চলেছেন পুলিশ কমিশনারের সঙ্গে। শহরে বর্তমানে কোন কোন জায়গায় বেশী সংখ্যক গৃহহীন মানুষের বাস, সেই বিষয়েই লালবাজারের কাছ থেকে তথ্য পেতে অনুরোধ করবেন মেয়র।
শহরে নতুন করে কতগুলি নাইট শেল্টার তৈরী করা হবে, পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে পুরসভা। নাইট শেল্টার হিসেবে পুরসভার অফিস ও স্কুলগুলি ব্যবহারের বিষয়ে চিন্তাভাবনা চলছে। সেই সঙ্গে নতুন বেশ কয়েকটি নাইট শেল্টার তৈরী করা হবে।
শহরে নাইট শেল্টার রয়েছে ৪৩টি। এর মধ্যে পাঁচটি নৈশাবাস তৈরী করেছে কলকাতা পুরসভা। সেগুলি রয়েছে চেতলা ঘাট, নর্দার্ন পার্ক, গৌরীবাড়ি, গ্যালিফ স্ট্রিট ও রাজা মণীন্দ্র রোডে। বাকি নাইট শেল্টারগুলি তৈরি করেছে সমাজকল্যাণ দপ্তর।
সৌজন্যেঃ এই সময়