ডিসেম্বর ১৫, ২০১৯
নির্মাণ-বর্জ্যের প্রক্রিয়াকরণে প্রকল্প রাজ্যের

রাজারহাটের কাছে পাথরঘাটা এবং কলকাতার ধাপায় গড়ে উঠতে চলেছে নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণে রাজ্যের প্রথম দু’টি কেন্দ্র। পাথরঘাটায় কলকাতা পুরসভার ২৩টি ওয়ার্ড, বিধাননগর, নবদিগন্ত এবং এনকেডিএ এলাকার নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ হবে। ধাপার প্রকল্পে কলকাতা পুরসভার বাদবাকি এলাকার নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা হবে।
কলকাতা পুরসভার সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ বলেন, ‘নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণে আমাদের প্রস্তাব টেন্ডারের জন্য পাঠানো হচ্ছে।’ বিবিধ নির্মাণ সামগ্রীর অবশিষ্ট অংশ ভেঙে তা রাস্তা মেরামত এবং রাস্তা তৈরির কাজে পুনরায় ব্যবহার করা হবে এবং পেভার ব্লক এবং অন্যান্য সামগ্রী তৈরির কথাও ভাবা হচ্ছে। এখন কলকাতায় নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণের পৃথক ব্যবস্থা না-থাকায় সাধারণ আবর্জনার সঙ্গেই তা ফেলা হয় ধাপায়।
নির্মাণ-বর্জ্য প্রক্রিয়াকরণের পর তা দিয়ে রাস্তা মেরামত এবং তৈরির কাজে ব্যবহার নিয়ে সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান রোড কংগ্রেসের পরামর্শও নিচ্ছে পুরসভা। প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠ