সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৯, ২০১৯

বাংলায় কোনও এনআরসি হবে না, কাউকে তাড়ানো যাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় কোনও এনআরসি হবে না, কাউকে তাড়ানো যাবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ এনআরসি নিয়ে আবারও কেন্দ্রের ঘৃণ্য ভাগাভাগির চক্রান্তের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের সভা থেকে তিনি বলেন, আসুন জোট বাঁধি। বাংলায় কোনও এনআরসি হবে না। কাউকে তাড়ানো যাবে না। নো এনআরসি, কোন বিভাজন হবে না। নো ডিভাইড অ্যান্ড রুল। যার যতই রাজনৈতিক স্লোগান থাকুক, দেশের থেকে বড় কেউ নয়। সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, এনআরসি আর সিএবি নিয়ে ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। কোনও এনআরসি বাংলায় হবে না।

 তিনি আরও বলেন, এনআরসি ও সিএবি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।  আমরা সবাই নাগরিক, আমরা সবাই ভোট দিই। রেশনকার্ড, স্কুল সার্টিফিকেট, জমির পাট্টা কিছু না কিছু তো সকলের আছে। তাহলে নাগরিকের প্রমাণ আলাদা করে দিতে হবে কেন?

 অসমে যে ভয়াবহ পরিস্থিতি, সেই নিয়ে তিনি বলেন, অসমে ১৪ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে। তাছাড়া, ১ লক্ষ বিহারি ও গোর্খাদের নামও বাদ দিয়েছে। যারা দেশের জন্য লড়াই করেছিল তাদের নামও বাদ দিয়েছে।

 কেন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ভাগ করবেন না। মানুষকে রুটি, কাপড়, ঘর দিন। বাংলার গুজরাটি, বিহারি সহ সকল সম্প্রদায়কে বলি আমরা সবাই এক। ভারতমাতার সন্তান। কেউ কেউ আছে শুধু ভাষণ দেয় কিন্তু রেশন দেয় না, জীবন দেয় না। আমরা মানুষের জন্য যতটা সম্ভব সব করি।

 প্রতি ১০ বছর অন্তর পপুলেশন কন্ট্রোল বোর্ড থেকে নাগরিক গণনা করতে আসলে রেশন কার্ড-এর একটা কপি দিয়ে দেবেন, এর সাথে এনআরসি কোনও সম্পর্ক নেই। এটা ১৫ই ডিসেম্বর পর্যন্ত হবে।