সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৪, ২০১৯

নারী নিগ্রহের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নারী নিগ্রহের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নারী নিগ্রহের কোনও খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। কোন থানা এলাকায় ঘটনা ঘটেছে, তা দেখা চলবে না। সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত পুলিশ সুপার এবং কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেন।

সেখানে মুখ্যমন্ত্রী পুলিশকর্তাদের আইনশৃঙ্খলার বিষয়ে বেশ কিছু নির্দেশ দেন। অভিযোগকারিণীর অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিতে হবে। তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে। চিকিৎসার প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে তা করতে হবে। এই নির্দেশ কোনও থানা অমান্য করলে বা গাফিলতি দেখালে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের ওপর লক্ষ্য রাখতে হবে। থানা পর্যায়ে মনিটরিং টিম করতে হবে। কেউ যাতে প্ররোচনা ছড়াতে না পারে, তা দেখতে হবে। কোনও উগ্রবাদী রাজনৈতিক সংগঠন যাতে উসকানিমূলক কার্যকলাপ না করতে পারে, সে বিষয়েও দেখতে বলা হয়েছে।