ডিসেম্বর ২২, ২০১৯
আলমবাজার ঘাট থেকে চালু হবে ফেরি পরিষেবা

টালা ব্রীজ বন্ধ হওয়ার পর থেকে পরিবহণ দপ্তর আলমবাজার ঘাট থেকে ফেরি পরিষেবা চালু করতে চলেছে। এর আগে গত অক্টোবরেই কুঠিঘাট থেকে ফেরি পরিষেবার উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী।
এই মুহূর্তে ফেরি পরিষেবার মাধ্যমে যুক্ত হয়েছে কুঠিঘাট, বাগবাজার, ফেয়ারলি প্লেস ঘাট। এবার বরানগর, কাশিপুর ও উত্তর কলকাতার জ্যাম কমাতে এই ফেরি পরিষেবা আলমবাজার ঘাট পর্যন্ত বিস্তৃত কড়া হবে।
দুটি ভিন্ন রুট চালু করা হবে। একটি হবে উত্তরগামী, অন্যটি দক্ষিণগামী। পূর্ত দপ্তর কাজ শুরু করলেই এই রুট চালু হবে। এই রুটের মাধ্যমে ব্রজ দয়াল শাহ রোডের সঙ্গে সেঠ পুকুর রোড এবং প্রাণকৃষ্ণ মুখার্জি রোডের যোগ হবে।