সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৯, ২০১৯

আজ থেকে রেশন দোকানে কমদামে মিলবে পেঁয়াজ

আজ থেকে রেশন দোকানে কমদামে মিলবে পেঁয়াজ

ভর্তুকি দিয়ে রেশন দোকান থেকে পেঁয়াজ বিক্রি করার উদ্যোগ নিল রাজ্য সরকার। আজ, সোমবার থেকে রেশন দোকানেও মিলবে ন্যায্যমূল্যে পেঁয়াজ। শহরের ৯৩৫টি রেশন দোকানে কেজি প্রতি ৫৯ টাকা দরে পাওয়া যাবে পেঁয়াজ।

রবিবার রাতেই পাইরকারি বাজার থেকে পেঁয়াজ সংগ্রহ করে রেশন দোকানে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উপভোক্তাদের ১ কিলো করে পেঁয়াজ দেওয়া হবে।

ইতিমধ্যেই সুফল বাংলা থেকে শহরের বেশ কয়েকটি বাজারে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম সেকানে ৫৯ টাকা। এছাড়া কৃষি বিপণন দফতর কলকাতার বিভিন্ন বাজারের বাইরে গাড়িতে কম দামে পেঁয়াজ বিক্রি করছে। সরকার সরাসরি কৃষকদের থেকে পেঁয়াজ কিনতে সচেষ্ট বলে দাবি দফতরের আধিকারিকদের।

বাংলা সরকার জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশনকে ৮০০ টন পেঁয়াজ আমদানির বরাত দিয়েছে। যা রাজ্যে আসবে ডিসেম্বরের শেষ দিকে। তাই আশা করা হচ্ছে, নতুন বছরের শুরুতে কমতে পারে পেঁয়াজের দাম।