সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৮, ২০১৯

শহরের ২১ জায়গায় একুশে অন্নপূর্ণা

শহরের ২১ জায়গায় একুশে অন্নপূর্ণা

একুশ টাকায় পেটভরে মাছ-ভাত-ডাল-তরকারি-চাটনির দিবাভোজ। গরীব মানুষদের মুখে খাবার তুলে দিতে রাজ্য সরকার এই প্রকল্প আগেই চালু করেছে। ‘একুশে অন্নপূর্ণা’ স্টলে এরম মধ্যাহ্নভোজ পাওয়া যায়। সাম্প্রতিক দেশের অর্থনীতির করুন দশা দেখে এই স্টলের সংখ্যা বাড়াচ্ছে রাজ্য সরকার।

কলকাতার পুর এলাকার বাছাই একুশটি জায়গায় সাধারণ মানুষকে ২১টাকার এই স্বাস্থ্যকর মিল পাওয়া যাবে। ব্যবস্থাপনার দায়িত্বে আছে রাজ্য মৎস্য দপ্তর। পুরসভা থেকে মিলেছে অনুমোদন। পরিবহণ দপ্তরের ডিপোগুলিতেও এই ন্যায্যমূল্যের ভোজন সরবরাহ করতে চেয়ে চিঠি লিখেছে নিগম।

মৎস্যমন্ত্রী বলেন, এই দুর্মূল্যের বাজারেও বাড়ানো হয়নি দাম মানুষের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে। কলকাতা ছাড়িয়ে জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয় আমজনতার সাধ্যের এই মিল।

২১টি গুরুত্বপূর্ণ জায়গা ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। শিয়ালদহ, ভবানীপুর, ধর্মতলা, গড়িয়া, ডালহৌসি সহ মোট ২১টি জায়গা। সেই সব জায়গাতেই থাকবে বেনফিশের স্টল বা ভ্রাম্যমাণ স্টল।

মেনুতে থাকছে ৫০ গ্রাম ওজনের একটি মাছ, ১০০ গ্রাম ভাত, ৭৫ গ্রাম মসূর ডাল ও ৫০ গ্রাম সবজি। খাবার পাওয়া যাবে দুপুর ১২টা থেকে ৩টে।

সৌজন্যেঃ প্রতিদিন