সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১০, ২০১৯

জিএসটি নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুললেন অমিত মিত্র

জিএসটি নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন তুললেন অমিত মিত্র

যতদিন না জিএসটি নেটওয়ার্ক ঠিকভাবে কাজ করবে, জালিয়াতি আরও বাড়বে। এমন আশঙ্কাই প্রকাশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত ইনফোকমে রাজ্যের তথ্যপ্রযুক্তির সাফল্য নিয়ে আলোচনায় অং;শ নিচ্ছিলেন তিনি।

মন্ত্রী আশঙ্কা করেন, কেন্দ্রের হঠকারী জিএসটি চালুর জন্য আরও জটিল সমস্যা তৈরী হবে সারা দেশে। তিনি বলেন, কেন্দ্র জিএসটি নেটওয়ার্ক চালু না করেই তড়িঘড়ি জিএসটি চালু করেছে। তাই, এতো সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই ৪৪ হাজার কোটি টাকার জালিয়াতি ধরা পড়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ। জিএসটি নেটওয়ার্ক যতদিন পর্যন্ত না ঠিক ভাবে কাজ করবে, এই সমস্যা আরও বাড়বে।

পাশাপাশি, তিনি তথ্যপ্রযুক্তির দুটি সাম্প্রতিক সমস্যা, জিএসটি নেটওয়ার্ক এবং বৈদ্যুতিন ভোটযন্ত্রের ব্যার্থতা নিয়ে তিনি উষ্ণা প্রকাশ করেন। তথ্যপ্রযুক্তি কর্মীদের এই দুই সমস্যার আশু সমাধানের জন্য আহ্বান জানান।

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলার সাফল্যও তুলে ধরেন তিনি। অমিতবাবু জানান, ক্ষুদ্র ও ছোট শিল্পের সাহায্যে জাপানের থ্রি ডি প্রযুক্তির ফুজি সফট সংস্থা খুবই আগ্রহী। মন্ত্রী বলেন, রাজ্য সরকার ই-ডিড চালু করেছে। জমি কেনাবেচার সময় কেউ কোনও তথ্যে জানতে চাইলে সেগুলি মিলবে অনলাইনেই। জমির মিউটেশনের ক্ষেত্রেও ই-ব্যবস্থা চালু হয়ে গেছে।

সৌজন্যেঃ আজকাল