সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৬, ২০১৯

নির্ভয়ে প্রতিবাদ চালিয়ে যাও: ছাত্রসমাজকে বার্তা দিদির

নির্ভয়ে প্রতিবাদ চালিয়ে যাও: ছাত্রসমাজকে বার্তা দিদির

অসাংবিধানিক নাগরিকত্ব সংশোধনী বিল ও জাতীয় নাগরিক পঞ্জিকার বিরুদ্ধে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বিশাল মিছিল হয় কলকাতায়।

এই মিছিল শুরু হয় দুপুর ১টায় রাজাবাজারে। সেখানে দাঁড়িয়ে দিদি শপথ নেন – আমর সবাই নাগরিক। সর্বধর্ম সমন্বয় আমাদের জীবন আদর্শ। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। বাংলায় এনআরসি ও ক্যাব করতে দিচ্ছি না ও দেব না। শান্তি রাখতে হবে।

মিছিল শেষ হয় মল্লিকবাজারে। এই মিছিলের শুরুতে এবং শেষে বক্তব্য রাখতে গিয়ে দিদি বলেন, বাংলায় সিএবি ও এনআরসি হবে না। ছাত্রসমাজকেও তিনি অকুতভয়ে প্রতিবাদ চালিয়ে যেতে বলেন।

দিদির বক্তব্যের কিছু অংশ:

আমাদের আন্দোলন ততদিন জারি থাকবে যতদিন ওরা এনআরসি ও ক্যাব তুলে না নেবে। আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে।

মহাত্মা গান্ধী দেশের স্বাধীনতা আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে করেছিলেন। বিজেপি আন্দোলনকে বদনাম করার চেষ্টা করছে।

কর্ণাটকে যে আন্দোলনকারীরা মারা গেছেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও পিছিয়ে এসেছে বিজেপি। ওদের এক নেতা কাল বলেছেন যারা আন্দোলন করছেন তারা সবাই গুন্ডা। এতে আমার দুঃখ হয়েছে।

কখন‌ও কথা দেন, কখন‌ও কথার খেলাপ করেন। এটাকি কখন‌ও গনতন্ত্রে হয়? আজ এক কথা কাল এক কথা বলছে বিজেপি। সকালে এক কথা বলছে বিকেলে আরেক কথা বলছে।

এটা দাঙ্গাবাজদের আন্দোলন নয়, এটা জনতার গনতান্ত্রিক আন্দোলন অধিকার রক্ষার আন্দোলন। আমাদের অধিকার কেউ কেড়ে নিলে জীবন দিয়ে অধিকার রক্ষার আন্দোলন চলবে। ভয় দেখিয়ে জোর জবরদস্তি করলে বাংলা তথা ভারতের জনগণ সমর্থন করে না।

কর্ণাটকে যারা পুলিশের গুলিতে মারা গেছেন সেই নিহত পরিবারের পাশে দাঁড়াবো। তৃণমূল কংগ্রেস গরিব দল হলেও মানুষের সাথে মানুষের পাশে, মানবিকতার পাশে থাকে। তাই তৃণমূল কংগ্রেস তার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সেই নিহত পরিবারকে সাহায্য পাঠাবে।

বিজেপি প্রথমে গড়বড় করে, তারপর জুলুম করে, তারপর বদনাম করে। আমরা মানবিকতা, মনুষ্যত্ব, সভ্যতা, ধর্মনিরপেক্ষতা, গনতন্ত্রের পক্ষে আন্দোলন করি।

দেশের জনগনকে বলব শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে।

বিজেপির লোকেরা গন্ডাগিরি করলে আপনারা কিছু বলেন না। আর ছাত্ররা আন্দোলন করলে আপনারা অত্যাচার করেন? দেশের সমস্ত ছাত্রছাত্রী ভাইবোনেদের প্রতি আমার সহযোগিতা ও সহমর্মিতা আছে। তাদের উপর অনেক অত্যাচার হচ্ছে। আমি ওদেরকে বলবো ভয় পেও না, গনতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাও। আমার সম্পূর্ণ সমর্থন থাকবে‌।

বিজেপিকে আমি বলব আগুন নিয়ে খেলবেন না। বিবেক বুদ্ধি অ্যাপ্লাই করুন, সিএএ বাতিল করুন। আপনি একা হিন্দু নন, আমরাও হিন্দু। এখানে হিন্দু মুসলমানে ভাগাভাগি করা যাবে না।

জীবনে যতদিন প্রাণ আছে এটা আমরা সমর্থন করব না। এনআরসি হলে দিল্লি থেকে বিজেপিকেও যেতে হবে।

ওরা এজেন্সি দেখিয়ে ভয় দেখিয়ে দলে টানে। বিজেপি ওয়াশিং মেশিন। বিজেপিতে গেলেই সব কালো থেকে সাদা হয়ে যায়।

ওরা ফেক ভিডিও ছড়াচ্ছে। বাংলাদেশের ভিডিও বাংলার বলে চালাচ্ছে, আর ইউপির ভিডিও বিহারের বলে চালাচ্ছে। সতর্ক থাকবেন।