ডিসেম্বর ২৭, ২০১৯
মানুষের অধিকারের দাবীতে দিদি

কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিএএ ও এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই নিয়ে গত কয়েক সপ্তাহে অনেক মিছিলে নেতৃত্ব
দিয়েছেন। তাঁর নির্দেশে তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে এই কালা কানুনের
বিরুদ্ধে প্রতিবাদ করছে।
এর আগেও তিনি এই সর্বনাশা আইনের বিরুদ্ধে কবিতা লিখেছিলেন, যার শীর্ষক ছিল “নাগরিক”। আজ আবারও তিনি কলম ধরলেন। কবিতাটির ছত্রে ছত্রে তিনি মানুষের অধিকারের দাবীতে গর্জে উঠেছেন। গর্জে উঠেছেন এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে।
“আমি তো এ দেশটাকে চিনি না,
আমি তো এইখানে জন্মাইনি,
আমি জন্মেছি ভারতবর্ষে’
বিভেদ করতে শিখিনি…”