সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৯, ২০১৯

অগণতান্ত্রিক ক্যাব ও এনআরসির বিরুদ্ধে কলম ধরলেন দিদি

অগণতান্ত্রিক ক্যাব ও এনআরসির বিরুদ্ধে কলম ধরলেন দিদি

কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক সিএবি ও এনআরসির বিরুদ্ধে সারা দেশে উত্তপ্ত। এ রাজ্যে সকলকে এক হয়ে এই অগণতান্ত্রিক আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ার আহ্বান জানান দিদি। পরপর তিনদিন কলকাতায় তিনটি মহামিছিল করেন তিনি। আজ রানী রাসমণি রোডে তিনি এক জনসভায় বক্তব্য রাখেন। আগামী কাল পার্ক সার্কাসে তিনি এক জনসভা করবেন।

এই সবকটি প্রতিবাদ সভা ও মিছিলের মূল একটি স্লোগান ছিল, “নো এনআরসি, নো ক্যাব”। তিনি বলেন, যারা এদেশে বসবাস করে, তারা সবাই এদেশের নাগরিক। নতুন করে বারংবার নাগরিকত্ব প্রমাণের কোনও প্রয়োজন নেই। সকলকে তিনি আশ্বস্ত করেন, বাংলায় এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। আজ এই নিয়ে তিনি একটি কবিতাও লেখেন। নাম হল, ‘নাগরিক’।

নাগরিক

আমরা সবাই
নাগরিক ।।
গণতন্ত্রে
নাগরিক ।।
চলার পথে
নাগরিক ।।
সংবিধানে
নাগরিক ।।
পথে পথে
নাগরিক ।।
চলছে যারা
নাগরিক ।।
বলছে যারা
নাগরিক ।।
লড়ছে যারা
নাগরিক ।।
জিতবে কারা?
নাগরিক ।।