সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২১, ২০১৯

সামাজিক পরিকাঠামোয় কেন্দ্রের বরাদ্দ এতো কম কেন? সরব অর্থমন্ত্রী

সামাজিক পরিকাঠামোয় কেন্দ্রের বরাদ্দ এতো কম কেন? সরব অর্থমন্ত্রী

প্রাক বাজেট আলোচনায় সামাজিক পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকারের বরাদ্দ কমানো নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের জিএসটি সংক্রান্ত বকেয়া ক্ষতিপূরণ নিয়েও এদিন কেন্দ্রকে কটাক্ষ করেছেন তিনি। নয়াদিল্লীতে জিএসটি পরিষদের বৈঠকে এবং তার আগে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক বাজেট পর্যালোচনায় বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানেই এদিন রাজ্যের বকেয়া ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তোলেন অমিত মিত্র।

বাংলায় বুলবুলে যে ক্ষতি হয়েছে তার জন্য কেন্দ্র সরকারের তরফে এখনও কোনও অর্থ সাহাযা দেওয়া হয়নি বলেই বুধবার অভিযোগ করেছেন অমিত মিত্র। ভিনি বলেন, “আজকে জিএসটি পরিষদের বৈঠকের আগে প্রাক বাজেট পর্যালোচনা বৈঠক হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন বুলবুলে যে ক্ষতি হয়েছে বাংলায়, ৭৩৬০০ কোর্টি টাকা, আজও তা কেন্দ্রীয় সরকার দেয়নি । আমরা জোরালোভাবে বিষয়টি এদিন অর্থমন্ত্রী সামনে তূলে ধরেছি।”

এছাড়াও সামাজিক পরিকাঠমোর ওপর কেন্দ্রীয় সরকারের ব্যয়বরাদ্দ কমানো নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “সামাজিক পরিকাঠামোয় সমস্ত ব্যায় কমিয়ে দিচ্ছে সরকার। কেন করা হচ্ছে এরকম ? স্পেশাল ব্যাকওয়ার্ড রিজিওন গ্রান্ট ফান্ডে ২৫০০ কোটি টাকা পড়ে রয়েছে যা আমাদের দেওয়ার কথা। তাও দেওয়া হয়নি। তাই এই সমস্ত কিছু আগামী বাজেটে রাখতে হবে বলেই দাবি জানিয়েছি।”

সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন