সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৬, ২০১৯

আইন হাতে তোলা যায় না: মমতা বন্দ্যোপাধ্যায়

আইন হাতে তোলা যায় না: মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার মেয়ো রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, নারীদের উপর যে কোনও ধরনের অত্যাচার যেমন তিনি সহ্য করেন না, তেমনই আইন নিজের হাতে তুলে নেওয়াকেও সমর্থন করেন না।

একই সঙ্গে পুলিশের প্রতি নির্দেশ, এই ধরনের ঘটনায় সাত থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘‘এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম। আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে। বিচারক বিচারকের কাজ করবেন।” পুলিশের প্রতি কড়া নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দিতে হবে। যত দ্রুত সম্ভব। তিন থেকে ১০ দিনের মধ্যে। কাগজপত্র জোগাড় করতে হবে।’’

পুলিশি গাফিলতির অভিযোগ উঠলেও সরকার যে কড়া হাতে তার মোকাবিলা করবে, সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘এটা জরুরি অবস্থা হিসেবে দেখতে হবে। যে করবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’’

তিনি আরও বলেন, ‘‘কখনও কখনও কিছু ঘটে যায়। আমরা সমর্থন করি না। কিন্তু আইনকেও শক্তিশালী হওয়া উচিত। আমরা সরকারে আসার পর দক্ষিণ দিনাজপুরে ধর্ষণকাণ্ডে তিন দিনে চার্জশিট দিয়েছিলাম।’’

মহিলাদের উপর অত্যাচার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি কোনও মহিলার উপর অত্যাচার সহ্য করি না। হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনা আমাকে নাড়া দিয়েছে। উন্নাওয়ের কেসটা জানত সবাই। তার পরেও কী ভাবে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হল।’’

এই অনুষ্ঠানেই দেশের অর্থনীতির বেহাল দশা, বেকারত্ব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেঁয়াজের দাম কেন কেন্দ্র নিয়ন্ত্রণে রাখতে পারল না, তা নিয়েও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।