সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১১, ২০১৯

আজ থেকে দীঘায় আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন

আজ থেকে দীঘায় আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন

রাজ্যে শিল্পে বিনিয়োগের পরিস্থিতি যে রয়েছে, তা তুলে ধরতেই ২০১৫ সাল থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পাহাড়ে হয়েছিল হিল বিজনেস সামিট। এবার দীঘার সমুদ্র সৈকতে নতুন তৈরী হওয়া কনভেনশন সেন্টারে হতে চলেছে বিজনেস কনক্লেভ।

১৭-১৮টি দেশের রাষ্ট্রদূত, শিল্পোদ্যোগী, কাউন্সেলার, বণিকসভার প্রতিনিধিরা হাজির হচ্ছেন। শুধু বিদেশি প্রতিনিধিরা নন, দেশের বিভিন্ন শিল্পসংস্থার প্রতিনিধিরাও হাজির হবেন ওই কনক্লেভে। তাঁদের সামনে বদলে যাওয়া বাংলার অর্থনীতি এবং শিল্পে বিনিয়োগের পক্ষে সুস্থ পরিবেশের কথা তুলে ধরা হবে।

দেশ-বিদেশের শিল্প প্রতিনিধিদের দীঘায় নিয়ে যাওয়ার জন্য গাড়ি, ভলভো বাস এবং ট্রেনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তৈরী হয়েছে হেলিপ্যাডও। আজ দুপুর আড়াইটে থেকে শুরু হবে অধিবেশন। বিকেল পাঁচটায় হবে সঙ্গীতানুষ্ঠান। কাল সকাল থেকে বিটুবি, জিটুবি-তে অংশ নেবেন শিল্পসংস্থাগুলির প্রতিনিধিরা।

পরিকাঠামো, আইটি, পর্যটন, নগরায়ন সেক্টর নিয়ে ওই কনক্লেভে আলোচনা হবে। কয়েকটি মৌ স্বাক্ষরিত হবে। বেলা দু’টোয় হবে সমাপ্তি অনুষ্ঠান। সেদিনই ফিরে যাবেন প্রতিনিধিরা।