ডিসেম্বর ১৪, ২০১৯
১০০ দিনের কাজে দেশের শীর্ষে বাংলা

১০০ দিনের কাজের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রতিবার যে পুরস্কার দেয়, এবার তা পেতে চলেছে বাংলার দুই জেলা। দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে বাঁকুড়া। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার। সেরা পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েত।
শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর টিমকে অভিনন্দন জানিয়ে মমতা বলেছেন, ‘এটা পুরোটাই টিমওয়ার্ক। রাজ্য, জেলা এবং পঞ্চায়েতের লাগাতার মনিটরিং-এর ফল এই পুরস্কার।’ তিনি ফেসবুক পোস্টে আরও জানান, বাংলাই দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরা।
বাঁকুড়া এবং কোচবিহার দুটি জেলা পরিষদই তৃণমূলের দখলে। ২০১৩ সাল থেকেই জেলা পরিষদ পরিচালনা করছে তৃণমূল। গত দু’বছর পরপর ১০০ দিনের কাজের সেরা জেলার পুরস্কার পেয়েছিল বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বাধীন বীরভূম জেলা। এবার রাজ্যের পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের দু’টি জেলা প্রথম সারিতে উঠে এল।