সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১, ২০১৯

বিনিয়োগের আদর্শ স্থান বাংলাই, বলছেন ৩৫ দেশের প্রতিনিধিরাও

বিনিয়োগের আদর্শ স্থান বাংলাই, বলছেন ৩৫ দেশের প্রতিনিধিরাও

বাংলায় ক্ষমতায় এসেই বাণিজ্যিক উন্নতিতে নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই অনেক এগিয়েছে বাংলা। বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন বাংলার প্রতি। আগামী ১১ ও ১২ ডিসেম্বর দীঘায় যে ‘বেঙ্গল বিজনেস কনক্লেভ’ অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে হাজির থাকার জন্য নিজে থেকেই আবেদন করেছেন বিদেশী প্রতিনিধিরা।

রাজ্যের সুবিধাজনক ভৌগোলিক অবস্থান তো বটেই, সেই সঙ্গে রয়েছে সরকারের আন্তরিক উদ্যোগ। এর সঙ্গে জুড়েছে পরিকাঠামো থেকে ১২.৫৮ শতাংশ অভ্যন্তরীণ আর্থিক বৃদ্ধির খতিয়ান। তাই বিনিয়োগের জন্য বাংলাই উপযুক্ত জায়গা। বাংলার অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত বিশেষ বৈঠকে অকপটে এমনই ইতিবাচক মনোভাব জানিয়ে দিলেন ৩৫টি দেশের রাষ্ট্রদূত।
বাংলায় বিনিয়োগের উদ্দেশ্যে কলকাতায় বিজনেস কাউন্সিল খুলতে চায় বলেও বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে জানিয়েছে বেশ কয়েকটি দেশ। দেউচা পাচামির মতো রাজ্যের কয়লা ব্লক প্রকল্পের কাজে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে পোল্যান্ড, চেক রিপাবলিক। বাংলার হস্তশিল্প বিক্রী তথা বিপণনের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। বাংলায় বিনিয়োগের জন্য বণিকসভা ফিকির প্রাক্তন প্রেসিডেন্ট ভূয়সী প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের।

মূলত বেঙ্গল বিজনেস কনক্লেভের প্রাক্কালে প্রস্তুতি বৈঠকেরই আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম এবং ফিকি। প্রায় দু’ঘণ্টা ধরে চলে আলোচনা। বাংলা মানে বিজনেস, এই স্লোগানে জোর দেন অমিত মিত্র। বিনিয়োগ টানার লক্ষ্যে বেশ কয়েকটি দেশে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আয়োজন করেছেন বিজিবিএস অর্থাৎ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের। এরই পাশাপাশি শুরু করেছেন বেঙ্গল বিজনেস কনক্লেভও। তারই প্রস্ততি বৈঠক হিসেবে মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এদিন বিদেশি রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অমিত মিত্র।