সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৯, ২০১৯

বাংলার এনপিএ দেশের মধ্যে সর্বনিম্ন 

বাংলার এনপিএ দেশের মধ্যে সর্বনিম্ন 

স্বনির্ভর গোষ্ঠীর ক্ষেত্রে নন পারফর্মিং অ্যাসেট (এনপিএ) এ রাজ্যে দু শতাংশেরও কম। এই হার দেশের মধ্যে সব থেকে কম। রাজ্য সরকার গ্রামাঞ্চলে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আর্থিক উন্নয়নের জন্য। আনন্দধারা প্রকল্পে মহিলাদের ক্ষমতায়নের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণেই এই সাফল্য এসেছে।

আনন্দধারা প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হল স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় কৃষিকাজে সাহায্য করে আর্থিক উন্নয়ন করা। রাজ্যের গ্রামাঞ্চলে পাঁচ হাজারেরও বেশী মহিলা ‘প্রাণী মিত্র’ নিয়োগ করা হয়েছে তাদের জীবিকা নির্বাহে সাহায্য করার জন্য। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে এক লক্ষ টাকা তহবিল দিয়েছে প্রান্তিক মানুষদের জীবিকা অর্জন করতে সাহায্য করার জন্যে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত কেউ প্রাণ হারালে তাদের পরিবারের এই অর্থ থেকে সাহায্য হবে। 

এখন পর্যন্ত ৩ হাজারের বেশী মহিলাকে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার ব্যাঙ্ক লিঙ্ক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গ্রামীণ মহিলাদের উদ্যোগে সাহায্য করতে এবং পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্য করতে।