ডিসেম্বর ১৪, ২০১৯
শহরে এবার সাইকেল জোন ও সাইকেল চালানোর পৃথক রাস্তা

আবারও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অগ্রণী পদক্ষেপ নিল রাজ্য সরকার। কেএমডিএ সিদ্ধান্ত নিয়েছে কোনও নামী সংস্থাকে নিযুক্ত করে কলকাতায় একটি নির্দিষ্ট সাইকেল জোন ও সাইকেল চালানোর রাস্তা তৈরীর বিস্তারিত একটি পরিকল্পনা তৈরী করতে।
ওই সংস্থাকে একটি সরকারি বাইসাইকেল প্রকল্প রুপায়নের পাশাপাশি এই পাইলট প্রকল্পের ডিপিআরও তৈরী করতে হবে। কতগুলি সাইকেল ষ্টেশন প্রয়োজন এবং সাইকেলের গতিপথ কিরকম হবে তাও নির্ণয় করতে হবে নিযুক্ত সংস্থাকেই। টেন্ডারের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর নিজুক্ত সংস্থাকে এই পরিকল্পনার রিপোর্ট জমা দিতে হবে তিনমাসের মধ্যে।
প্রসঙ্গত, সরকারের সাইকেলের মাধ্যমে পরিবহণ প্রকল্প রাজ্যে প্রথম হয় নিউ টাউনে। সেখানে বর্তমানে প্রকল্পটির আরও প্রসারের জন্য নির্দিষ্ট পার্কিং তৈরীর কাজ চলছে। কয়েক বছর আগে সরকার সিদ্ধান্ত নেয় একটি বাস র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম তৈরী করার। সেই পরিকল্পনাতেও ইএমবাইপাসের ওপর মেট্রোপোলিটন থেকে গড়িয়া পর্যন্ত সাইকেল ট্র্যাক করিডর করার কথা হয়।
রাজ্য সরকার গ্রিন সিটি মিশন প্রকল্প চালু করার ফলে আবারও বেশী জোর দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার ওপর।