সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৭, ২০১৯

আয়তন ও বৈচিত্র্য বেড়েছে পূর্ব কলকাতার জলাভূমির

আয়তন ও বৈচিত্র্য বেড়েছে পূর্ব কলকাতার জলাভূমির

কেন্দ্রীয় সংস্থা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাম্প্রতিক তথ্যে দেখা গেছে পূর্ব কলকাতার জলাভূমির আয়তন বেড়েছে কয়েকগুণ। পাশাপাশি বেড়েছে জলাভূমির জৈব বৈচিত্র্য। রিপোর্ট অনুযায়ী ১২ হাজার পাঁচশো একরের পূর্ব কলকাতার জলাভূমির মধ্যে খাল, বিল, পুকুরের সংখ্যা বেড়েছে। বেড়েছে পাখি, সাপ ও অন্যান্য প্রাণীর সংখ্যা।

এই জলাভূমি প্রতি বছর মহানগরকে প্রায় ২০ হাজার টন মাছ সরবরাহ করে। ৩৭টি মৌজা নিয়ে তৈরী এই জলাভূমির মধ্যে বাইপাস লাগোয়া বোসপুকুর, শামুকপোঁতা, তারডা-কাপাসিয়া, ফুলবেড়িয়ার মৌজার মতো এলাকায় গত দশ বছরে অনেক নতুন জলাভূমি তৈরী হয়েছে। সোনারপুর থানার গঙ্গা-যোয়ারা পর্যন্ত। এই এলাকায় সব খাল ও জলাশয় যুক্ত হয়েছে পূর্ব কলকাতার জলাভূমির মধ্যে।

এই জলাভূমিকে ভাগ করা হয়েছে তিনভাগে। চাষযোগ্য জমি, জলাভূমির পরিমাণ বেড়েছে। তথ্য অনুযায়ী, প্রায় ১০ রকমের উভচর পাওয়া যায় এই জলাভূমিতে। বেশীরভাগ বিভিন্ন প্রজাতির ব্যাং। নয় ধরনের টিকটিকি জাতীয় প্রাণী পাওয়া যায়। খোঁজ মিলেছে মেছো কুমীরের। ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টারটেল প্রজাতির কচ্ছপের সন্ধান মিলেছে এই জলাভূমির বিভিন্ন জলাশয়ে। এগারোটি বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধানও মিলেছে। এর মধ্যে আছে বিভিন্ন ধরনের বেজি, মেঠো ইঁদুর, শিয়াল। মিলেছে ১৯ প্রজাতির সাপও।

সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন