April 24, 2014
WB CM showcases high growth in State Plan Expenditure

Bengal`s total State Plan Expenditure has witnessed a huge growth of 35% – an increase from Rs.18994 crore in 2012-13 to Rs.25632 crore in 2013-14.
This is the highest-ever plan expenditure in the state, even surpassing the Government`s very own performance of last year, and also in spite of all the financial adversities thrust upon us, by the previous Left Front Government.
Capital expenditure as per the Budget provisions in Bengal has increased by a phenomenal 48% – up from Rs. 4547 crore in 2012-13 to Rs.6751 crore in 2013-14.
This has resulted in significant physical asset creation during the tenure of Trinamool Congress – construction of more roads, bridges and flyovers, more schools, colleges and universities, more drinking water, more power plants, more hospitals, more marketing hubs, more skill development centres, ITIs, polytechnics etc. across the state.
Besides physical assets, 63 Departments of the State Government have worked hard to usher in more and more development of social infrastructure for the people of Bengal including the minority communities, SC, ST, Backward Classes and others by optimum utilization of the Plan Funds.
—
বিরোধীদের আক্রমণের মোকাবিলায় এ বার তাঁর সরকারের আর্থিক বুনিয়াদকে প্রচারে তুলে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে বুধবার ফেসবুকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পরিকল্পনা খাতে টাকা খরচের হার এক বছরে ৩৫% বেড়েছে। এটাই এ রাজ্যে পরিকল্পনা খাতে বৃহত্তম অর্থ খরচের নজির বলে মুখ্যমন্ত্রীর দাবি।
ফেসবুকে মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য বলছে, ২০১২–১৩ আর্থিক বছরে পরিকল্পনা খাতে যেখানে ১৮ হাজার ৯৯৪ কোটি টাকা খরচ হয়েছিল, সেখানে ২০১৩–১৪`য় সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৩২ কোটি টাকা। এ ক্ষেত্রে তৃণমূল সরকার নিজেদেরই রেকর্ড অতিক্রম করে গিয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। বাম জমানার রেখে যাওয়া আর্থিক দায়ভার সামলে এই কৃতিত্ব যথেষ্ট উৎসাহজনক বলেই মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন। বাজেট বরাদ্দের নিরিখে মূলধনী ব্যয়ও ৪৮% বেড়েছে ওই এক বছরে। জানিয়েছেন মুখ্যমন্ত্রীই।
গত পঞ্চায়েত ও কয়েকটি উপনির্বাচনের মতো এ বার লোকসভা ভোটেও উন্নয়নের খতিয়ান নিয়ে আসরে নেমেছিল তৃণমূল সরকার রাজ্যের আর্থিক সুস্বাস্থ্যের তথ্য পেশ করে `ইতিবাচক` প্রচারের সুর বাঁধতে চাইলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও`ব্রায়েন টুইট করেছেন, “বাংলা এখন তৃণমূলের আশাবাদের কাহিনি এবং বাম–সহ বিরোধীদের নেতিবাচক কাহিনির লড়াই দেখছে! আমাদের বিরোধীরা মরিয়া হয়ে উঠেছে!” আর্থিক বিষয় নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় সরকারকেও তুলোধোনা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
মমতার সরকারের বিরুদ্ধে পরিকল্পনা বহির্ভূত ব্যয় নিয়েই বারংবার সরব হয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী তাই পরিকল্পনা খাতে খরচ দেখিয়েই তার পাল্টা বক্তব্য তুলে ধরতে চেয়েছেন।
মুখ্যমন্ত্রী ফেসবুকে দাবি করেছেন, তাঁর সরকার আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পেরেছে বলেই রাস্তা, সেতু, উড়ালপুল, স্কুল–কলেজ–হাসপাতাল, পানীয় জলের মতো পরিকাঠামো বেশি বেশি করে তৈরি হয়েছে।
তার পাশাপাশি, রাজ্যের ৬৩টি দফতর সংখ্যালঘু, তফসিলি জাতি ও উপজাতি এবং ওবিসি–সহ সব অংশের মানুষের সামাজিক মানোন্নয়নে বিস্তর পরিশ্রম করেছে।