ডিসেম্বর ১৬, ২০১৮
সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহ - কেন্দ্রের বিরোধিতায় তৃণমূল

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় ১১ই ডিসেম্বর, ২০১৮ তারিখে। সংসদের দুই কক্ষই বারংবার মুলতুবি হয়। তা সত্ত্বেও বিরোধী দলের ভূমিকা পালন করেছে তৃণমূল। বিভিন্ন সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পেশ করা থেকে শুরু করে জিরো আওয়ারে জন পরিষেবা নিয়ে সরব হওয়া – আদর্শ বিরোধী দলের ভূমিকা পালন করেছে দল।
১৩ই ডিসেম্বর সংসদে হামলার ১৭তম বর্ষপূর্তিতে দলের সাংসদরা শহীদ ব্যাক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া, ১৪ই ডিসেম্বর সংসদ চত্ত্বরে গান্ধী মূর্তি পাদদেশে তৃণমূলের সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে ধর্না দেন।
এক নজরে দেখে নিন সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে তৃণমূলের ভূমিকা:
লোকসভা
১২ই ডিসেম্বর
ডঃ কাকলি ঘোষ দস্তিদার স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পেশ করেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
রাজ্যসভা
১২ই ডিসেম্বর
ডঃ শান্তনু সেন ‘দি ন্যাশানাল ট্রাস্ট ফর ওয়েলফেয়ার অফ পার্সন্স উইথ অটিজম, সেরেব্রাল পালসি, মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড মাল্টিপল ডিসেবিলিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮’ নিয়ে বক্তব্য রাখেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
১৪ই ডিসেম্বর
পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট পেশ করেন ডেরেক ও’ব্রায়েন। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
জিরো হাওয়ারে ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নের দাবী জানান মঃ নাদিমুল হক। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
প্রতিবাদ
১৪ই ডিসেম্বর সংসদ চত্ত্বরে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের সাংসদরা জমায়েত হন এবং কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণা দেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এই ধর্ণার সময়। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।