ডিসেম্বর ২৫, ২০১৮
কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় একযোগে কাজ করবে নগরোন্নয়ন দপ্তর এবং জিকা

হুগলী জেলার ছটি পুরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য নগরোন্নয়ন এবং পুর বিষয়ক দপ্তর জিকার সঙ্গে হাত মিলিয়ে একটি মডেল প্রকল্প শুরু করতে চলেছে।
এর জন্য বৈদ্যবাটি এবং উত্তরপাড়ায় দুটি গবেষণাগার তৈরী করা হবে। এই নতুন প্রকল্পে উৎপত্তির জায়গাতেই বর্জ্য পৃথকীকরণ করা হবে।
কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী জানান যে এই প্রকল্প সফল হলে কলকাতা পুরসভাতেও চালু করা হবে। এ বিষয়ে পুরমন্ত্রী জিকার আধিকারিকদের সঙ্গে কলকাতা পুরসভার সদর দপ্তরে বৈঠক করেন।
এই প্রকল্পের জন্য জিকা ইতিমধ্যেই ১৭০কোটি টাকা দিয়েছে। এছাড়াও হুগলীর পুরসভাগুলিকে বিভিন্ন কারিগরি সহায়তা করবে জিকা।
পুরো প্রকল্পটি তত্ত্বাবধান করার জন্য কেএমডিএ একটি কমিটি গঠন করেছে।