ডিসেম্বর ৪, ২০১৮
নিউটাউনেও ছুটবে ট্রাম

স্মার্ট সিটির মুকুটে নতুন পালক! নিউটাউন-রাজারহাটে চলবে ট্রাম। গত ২৮শে নভেম্বর পরিবহমন্ত্রী বিধানসভার প্রশ্নোত্তর-পর্বে এ কথা জানিয়েছেন৷
মন্ত্রী বলেন, ‘ট্রামের ঐতিহ্য রক্ষা করা হবে৷ কেননা এটা হেরিটেজ৷ শনি ও রবিবার এসি ট্রাম চলবে৷ এখন ৮৫টি ট্রাম চলে৷ পুজোর সময় ট্রামে রেস্তোরাঁও চালু করা হয়েছে, যা খুবই সাড়া ফেলেছে৷ নিউটাউনে কিছু ট্রাম চালানো হবে৷ নবদিগন্ত ও হিডকো এ বিষয়ে পরিকল্পনা করছে৷ মানুষ যাতে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারেন, সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।’
উল্লেখ্য, কলকাতায় দেশের একমাত্র শহর যেখানে ট্রাম এখনও চলে। বিভিন্ন প্রতিকূলতটা সত্ত্বেও ট্রাম পরিষেবা বন্ধ করেনি মানবিক সরকার। কারণ, ট্রাম হল হেরিটেজ।